Advertisement
২৩ এপ্রিল ২০২৪

দিদির খুনের দিন মুম্বইতেই ছিলেন মিখাইল!

দিদির খুনের সময়ে কি মুম্বইতেই ছিলেন মিখাইল বরা! দেখা করেছিলেন অন্যতম চক্রী ইন্দ্রাণী এবং সঞ্জীব খন্নার সঙ্গে? শিনার মৃত্যুর পর তাঁর অফিসে পদত্যগপত্রও কি পাঠিয়েছিলেন মিখাইল?

মিখাইল বরা। ছবি: পিটিআই।

মিখাইল বরা। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৫ ১৩:২২
Share: Save:

দিদির খুনের সময়ে কি মুম্বইতেই ছিলেন মিখাইল বরা! দেখা করেছিলেন অন্যতম চক্রী ইন্দ্রাণী এবং সঞ্জীব খন্নার সঙ্গে? শিনার মৃত্যুর পর তাঁর অফিসে পদত্যগপত্রও কি পাঠিয়েছিলেন মিখাইল?

পুলিশের কাছে দেওয়া বয়ানে মিখাইলের এমন চাঞ্চল্যকর দাবির পর নড়েচড়ে বসেছেন তদন্তকারীরা। প্রশ্ন উঠছে, সব জেনেও তিন বছর চুপ কেন চুপ করে ছিলেন তিনি? তাঁকে ফের জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মিখাইলের দাবি, শিনা খুন হওয়ার কয়েক ঘণ্টা আগে ইন্দ্রাণী এবং সঞ্জীব খন্নার সঙ্গে দেখা হয়েছিল তাঁর। সম্পত্তিগত বিষয়ে আলোচনার জন্য তাঁকে ইন্দ্রাণী মুম্বই ডেকে পাঠিয়েছিলেন বলে দাবি করেন মিখাইল। দক্ষিণ মুম্বইয়ে ওরলির একটি হোটেলে দেখা করেন তাঁরা। এর পরেই মাদক খাইয়ে তাঁকে আচ্ছন্ন করে দেওয়া হয় বলে দাবি মিখাইলের। সঞ্জীব-ইন্দ্রাণী ফিরে আসার আগেই তিনি পালিয়ে যান বলে পুলিশকে জানিয়েছেন মিখাইল। তাঁর আরও দাবি, বিয়ের আংটি কেনার কথা বলে নিয়ে যাওয়া হয় শিনাকে। আর এখানেই উঠছে প্রশ্ন। ঘটনার পর তিন বছর কেটে গেলেও দিদির খোঁজ কেন করলেন না মিখাইল?

চাঞ্চল্য ছড়িয়েছে ইন্দ্রাণীর এক আত্মীয়ের কথাতেও। তাঁর দাবি, শিনার মৃত্যুর ১৩ দিন পরে তাঁর অফিসে পদত্যাগপত্রটি পাঠিয়েছিলেন খোদ মিখাইল। এবং তিনি তা করেছিলেন মা ইন্দ্রাণীর কথামতোই। শিনার বাড়ির মালিককে লেখা চিঠিটিও মিখাইলের বলে দাবি করেছেন ওই আত্মীয়া।

শিনা খুনের ঘটনা প্রকাশ্যে আসার পরে মিখাইল বলেছিলেন, তিনিও যে কোনও দিন খুন হয়ে যেতে পারেন। তাঁর কাছে প্রমাণ থাকার কথাও বলেছিলেন তিনি। মিখাইলের কাছে থেকে যে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে, তা জানিয়েছিলেন মুম্বইয়ের পুলিশ কমিশনার নিজেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE