Advertisement
১৯ এপ্রিল ২০২৪

এনডিএ ছাড়ল টিডিপি, সঙ্কটে গুরুঙ্গ এবং আরও খবর

টিডিপি-র এই সিদ্ধান্তের পর মোদী সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় শুরু করে দিয়েছে অন্ধ্রের আর একটি দল ওয়াই এস আর কংগ্রেস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ০৭:০০
Share: Save:

লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী সরকারের উপর চাপ বাড়িয়ে দিল এনডিএ শরিক তেলুগু দেশম পার্টি (টিডিপি)। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে এনডিএ জোট ছাড়ার ঘোষণা করলেন টিডিপি সুপ্রিমো তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। এবং এই বিচ্ছেদের জন্য খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দায়ী করলেন তিনি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে অবিচারের প্রতিবাদেই এই সিদ্ধান্ত বলে দাবি করলেন চন্দ্রবাবু। অন্ধ্রকে বিশেষ অধিকার না দিয়ে রাজ্যকে অপমান করেছে কেন্দ্র— মত ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর।

টিডিপি-র এই সিদ্ধান্তের পর মোদী সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় শুরু করে দিয়েছে অন্ধ্রের আর একটি দল ওয়াই এস আর কংগ্রেস। ওয়াই এস আর নেতা জগন্মোহন রেড্ডির সঙ্গে সুসম্পর্ক না থাকলেও সেই প্রস্তাবে সমর্থন করবে টি়ডিপি, এমন বার্তা দিয়েছেন দলের প্রধান চন্দ্রবাবু। ইতিমধ্যেই এই সুযোগের সদ্ব্যবহার করতে উদ্যোগী হয়েছে বিরোধী দলগুলি। চন্দ্রবাবুকে অভিনন্দন জানিয়েছে কংগ্রেস, তৃণমূলের মতো বিরোধী দল। সংসদে অনাস্থায় তারা যে টিডিপি-র পাশেই দাঁড়াবে তা-ও এক প্রকার নিশ্চিত।

শীর্ষ আদালতের গিয়েও লাভ হল না বিমল গুরুঙ্গের। গ্রেফতারির হাত থেকে বাঁচতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। দাবি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই দমনমূলক ব্যবস্থা নিচ্ছে। তবে গুরুঙ্গের এই আর্জি শুক্রবার খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিক্রি এবং বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ। ফলে গুরুঙ্গকে গ্রেফতার করতে বা তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আর কোনও বাধাই রইল না।

এই খবরগুলিই রয়েছে আজ সকালের শিরোনামে। পড়ে নিন বাকি খবরগুলোও...

• হকিং মানতেন বেদ এগিয়ে: বিজ্ঞান মন্ত্রী হর্ষ বর্ধন

বিজ্ঞান কংগ্রেসে এ বার মোদী সরকারের মন্ত্রী দাবি করলেন, স্টিফেন হকিং মানতেন, আইনস্টাইনের চেয়ে বেদ এগিয়ে! কেন্দ্রীয় বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রী হর্ষ বর্ধনের দাবি, হকিং বলেছিলেন, বেদের তত্ত্বগুলি সম্ভবত আইনস্টাইনের বিখ্যাত ‘‘e=mc^2’’ সূত্রটির চেয়েও উন্নত। সবিস্তার পড়তে ক্লিক করুন

• ধর্মাবতার, ফিরিয়ে দিন দুই মেয়েকে

পেশায় মালবাহক শানুর আবেদন, দুই মেয়েকে তাঁর কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হোক। সবিস্তার পড়তে ক্লিক করুন

• ‘নিউরোএন্ডোক্রিন টিউমার’, টুইটে জানালেন ইরফান

ফের টুইট। তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে যাবতীয় জল্পনা থামিয়ে অভিনেতা ইরফান খান আজ নিজেই জানালেন, ‘নিউরোএন্ডোক্রিন টিউমার’ ধরা পড়েছে। চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন তিনি। সবিস্তার পড়তে ক্লিক করুন

• জেলে বসেই এমএ পড়ছেন প্রৌঢ় ফকরুদ্দিন

এই বয়সে চাকরি-বাকরির ব্যাপার তো নেই। তবু ফকরুদ্দিন দু’টি বিষয়ে বিশ্বাস করেন। প্রথমত, শিক্ষার কোনও বয়স নেই। দ্বিতীয়ত, কোনও শিক্ষাই কখনও বৃথা যায় না। সবিস্তার পড়তে ক্লিক করুন

• শ্রীলঙ্কা ম্যাচ জিতে ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে হয়ে উঠলেন জয়ের নায়ক মাহমুদুল্লাহ। চাপের মুখে বুক চিতিয়ে দাঁড়ালেন। শুক্রবার প্রেমদাসায় তুমুল অশান্তির মধ্যে, গ্যালারির গর্জনকে তোয়াক্কা না করে শেষ তিন বলে ১২ রান করলেন ময়মনসিংহের ৩২ বছর বয়সি এই ব্যাটসম্যান। তাঁর মারা একটা চার ও একটা ছয়েই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠল বাংলাদেশ। সবিস্তার পড়তে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Morning News Wrap Bimal Gurung TDP NDA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE