Advertisement
২৫ এপ্রিল ২০২৪

করসেবকদের উপর গুলি, ২৫ বছর পরে দুঃখপ্রকাশ মুলায়মের

সিকি শতাব্দী পর মোলায়েম হলেন মুলায়ম সিংহ! নব্বই সালে করসেবকদের উপর পুলিশি গুলিচালনার নির্দেশ দেওয়ার জন্য আজ দুঃখপ্রকাশ করলেন নেতাজি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৬ ২০:২১
Share: Save:

সিকি শতাব্দী পর মোলায়েম হলেন মুলায়ম সিংহ! নব্বই সালে করসেবকদের উপর পুলিশি গুলিচালনার নির্দেশ দেওয়ার জন্য আজ দুঃখপ্রকাশ করলেন নেতাজি।

লখনউতে কর্পূরী ঠাকুরের জন্মবার্ষিকী অনুষ্ঠানে মুলায়ম বলেন, ‘‘করসেবকদের উপরে পুলিশের গুলি চালানোর যে নির্দেশ দিয়েছিলাম, তার জন্য আমার দুঃখ হয়।’’ কিন্তু পর ক্ষণেই তিনি বলেন, ধার্মিকস্থলের নিরাপত্তার জন্য এটি দরকারও ছিল। ধার্মিকস্থল বলতে মুলায়ম বোঝাতে চেয়েছেন বাবরি মসজিদকে। নব্বই সালের ৩০ অক্টোবর অযোধ্যায় রামমন্দির নির্মাণের দাবিতে করসেবকদের পদযাত্রার সময় পুলিশ গুলি চালায়। তাতে ১৬ জনের মৃত্যু হয়। সেই সময় মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সেই নির্দেশ দেন। কিন্তু প্রশ্ন হল, এত দিন পর মুলায়ম কেনই বা এটি নিয়ে দুঃখপ্রকাশ করতে গেলেন?

সমাজবাদী পার্টি সূত্রের খবর, আসলে মুলায়ম এক ঢিলে দু’টি পাখি মারতে চাইছেন। সামনের বছরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। নেতাজি জানেন, সেই সময় হিন্দুদের উপর নিরাপত্তা বাহিনী গুলি চালানোর পর কী ভাবে হিন্দু ভোট খসতে শুরু করেছিল। গত বছর এক অনুষ্ঠানে মুলায়ম প্রকাশ্যেই সে কথা কবুল করেছিলেন। সামনের বছর নির্বাচনে আর সেই ঝুঁকি নিতে চাইছেন না তিনি। তার একটি বড় কারণ, এ বছরের শেষেই আদালতে রামমন্দির নির্মাণের বিষয়ে একটি ফয়সালা হয়ে যাওয়া সম্ভব। এবং সেটি যদি কোনও ভাবে হিন্দুদের পক্ষে যায়, তা হলে সেই ভোটব্যাঙ্ক হাতছাড়া করতে চাইছেন না নেতাজি। কারণ, মুসলিম ভোটের সঙ্গে সঙ্গে যাদব ভোটেও নজর রয়েছে তাঁর।

আর সে কারণেই আজ দু’টি বিষয়ই বলে রেখেছেন তিনি। এক দিকে যেমন করসেবকদের উপর গুলি চালানোর ব্যাপারে দুঃখপ্রকাশ করেছেন, তেমনই মসজিদ রক্ষার জন্যও যে সেই পদক্ষেপ জরুরি ছিল, সেটিও বলেছেন। যাতে মুলায়মের দু’টি ভোটব্যাঙ্কেই কোনও আঁচ না পড়ে। কিন্তু বিজেপি আজ দাবি তুলেছে, নিছক দুঃখপ্রকাশ নয়, মুলায়ম সিংহকে ক্ষমা চাইতে হবে। উত্তরপ্রদেশে বিজেপির মুখপাত্র বিজয় বাহাদুর পাঠক বলেন, ‘‘করসেবকদের উপর যখন গুলি চালানো হয়, সেই সময় তাঁদের হাতে কোনও অস্ত্র ছিল না। আর প্রতীকী করসেবা করা হচ্ছিল। সেই অবস্থায় গুলি চালানো ঘৃণ্য অপরাধ।’’ দিল্লিতে বিজেপি নেতারা অবশ্য এখনই এই নিয়ে খুব বেশি প্রতিক্রিয়া দিতে চাইছেন না। কারণ, তাঁরা বুঝছেন উত্তরপ্রদেশে ভোট যত এগিয়ে আসবে, মেরুকরণের রাজনীতি ততই চরমে উঠবে। মুলায়ম যেমন এই তাস খেলবেন, বিজেপিকেও হিন্দু ভোট সংগঠিত করতে হবে। রামমন্দির নিয়ে আদালতের রায় এলেও বিষয়টি উচ্চগ্রামে পৌঁছবে। কিন্তু এখন পাঁচ রাজ্যে বিধানসভা বড় চ্যালেঞ্জ। তার আগে এখনই মেরুকরণের রাজনীতির ফাঁদে পা দিতে চাইছে না বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE