Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

মুম্বইয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত অন্তত ৩, আহত বহু

তবে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। তবে, অন্য অনেকগুলি সূত্রে জানাচ্ছে মৃতের সংখ্যা অনেক বেশি। কেউ কেউ বলছেন, ১২ জনের মৃত্যু হয়েছে।

চলছে উদ্ধারকাজ। ছবি: রয়টার্স।

চলছে উদ্ধারকাজ। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৭ ১৫:০৩
Share: Save:

মুম্বইয়ের ঘাটকোপারে ভেঙে পড়ল একটি চারতলা বাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। ভেঙে পড়া বাড়িটির মধ্যে অন্তত ৩০ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা দল ইতিমধ্যেই ধ্বংসস্তূপ কিছুটা সরিয়ে ৪ জনকে উদ্ধার করেছে বলে খবর।

মঙ্গলবার সকালে ঘাটকোপারের দামোদর পার্ক এলাকায় ভেঙে পড়ে বহুতলটি। ধ্বংসস্তূপের মধ্যে অনেকে আটকে রয়েছেন বলে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) দমকল বাহিনীর প্রধান পি এস রাহাঙ্গদলে নিজেই আশঙ্কা প্রকাশ করেছেন। যত দ্রুত সম্ভব তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: বউবাজারে ভেঙে পড়ল বাড়ি, বেশ কয়েক জনের আটকে থাকার আশঙ্কা

তবে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। তবে, অন্য অনেকগুলি সূত্রে জানাচ্ছে মৃতের সংখ্যা অনেক বেশি। কেউ কেউ বলছেন, ১২ জনের মৃত্যু হয়েছে।

বহুতল ভেঙে পড়ার ঘটনা মুম্বইয়ে নতুন নয়। অধিকাংশ ক্ষেত্রেই নিন্ম মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের জেরে এই সব বিপর্যয় ঘটে। ঘাটকোপারের বহুতলটি সেই রকম কোনও কারণেই ভেঙে পড়ল কি না, এখনও স্পষ্ট নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE