Advertisement
২৩ এপ্রিল ২০২৪
india's first mobile ticketing system

মুম্বই মেট্রোর টিকিট এ বার মোবাইল অ্যাপে? কলকাতায় কবে?

রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, মোবাইলে এই ‘অন গো’ অ্যাপটি ডাউনলোড করে তার সাহায্যে টোকেন কাটলে অথবা পাস বুক করলে একটি ‘কিউ আর’ কোড তৈরি হবে। বর্তমানে যে ভাবে টোকেন বা মেট্রোর স্মার্টকার্ড ‘অটোমেটেড ফেয়ার কালেকশন’ (এএফসি) গেটে পাঞ্চ করে ভিতরে ঢোকা হয়, সেই একই পদ্ধতিতে ওই ‘কিউ আর’ কোডটি এএফসি গেটের স্ক্রিনের সামনে ডিসপ্লে করলেই দরজা খুলে গিয়ে ভিতরে ঢোকার অনুমতি মিলবে।

এ বার মোবাইল অ্যাপেও টিকিট কাটা যাবে মুম্বই মেট্রোয়। ছবি ফেসবুক থেকে নেওয়া।

এ বার মোবাইল অ্যাপেও টিকিট কাটা যাবে মুম্বই মেট্রোয়। ছবি ফেসবুক থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৭ ২১:০২
Share: Save:

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝঞ্ঝাট এড়াতে মোবাইল অ্যাপেই টিকিট কাটার ব্যবস্থা আগেই চালু করেছিল ভারতীয় রেল। মেট্রো পরিষেবাতেও এ বার সেই পথেই হাঁটতে চলেছে মুম্বই। এখন থেকে মেট্রোর টিকিটও কাটা যাবে মোবাইলেই। তার জন্য নতুন অ্যাপ ‘অন গো’ চালু করতে চলেছে মুম্বই মেট্রো। অগস্টের মাঝামাঝি এই পরিষেবা চালু হবে বলে গত বুধবার ঘোষণা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ধর্ষিতা কিশোরীকে গর্ভপাতের অনুমতি দিল না সুপ্রিম কোর্ট

কী ভাবে কাজ করবে ‘অন গো’ অ্যাপ?

রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, মোবাইলে এই ‘অন গো’ অ্যাপটি ডাউনলোড করে তার সাহায্যে টোকেন কাটলে অথবা পাস বুক করলে একটি ‘কিউ আর’ কোড তৈরি হবে। বর্তমানে যে ভাবে টোকেন বা মেট্রোর স্মার্টকার্ড ‘অটোমেটেড ফেয়ার কালেকশন’ (এএফসি) গেটে পাঞ্চ করে ভিতরে ঢোকা হয়, সেই একই পদ্ধতিতে ওই ‘কিউ আর’ কোডটি এএফসি গেটের স্ক্রিনের সামনে ডিসপ্লে করলেই দরজা খুলে গিয়ে ভিতরে ঢোকার অনুমতি মিলবে। তাছাড়া থাকছে অন্য সুবিধাও। যেমন ভবিষ্যতের জন্য অগ্রিম টিকিট বুক করার সুবিধাও মিলবে এই অ্যাপটিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE