Advertisement
২০ এপ্রিল ২০২৪

মুম্বইয়ের প্যান্ডেলে

পওয়াই বেঙ্গলি

পওয়াই বেঙ্গলি

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৬ ০৩:১৪
Share: Save:

কল্লোল সর্বজনীন

মুম্বইয়ে গোরেগাঁও পূর্বে অবস্থিত কল্লোল কালীবাড়ি। ‘কল্লোল’-এর দুর্গাপুজোর এ বার বাহান্ন বছর পূর্তি। কেবল দুর্গাপুজো নয়, এই সংস্থা সামাজিক কাজও করে থাকে। এখানে একটি লাইব্রেরিও আছে। সেখানে রয়েছে নানা ধরনের বইয়ের সম্ভার। কল্লোলের এই পুজোয় প্রতি বছরই চলচ্চিত্র জগতের বা অন্য কোনও ক্ষেত্রের নামী ব্যক্তিত্বদের দেখতে পাওয়া যায়। যেমন— আশিস বিদ্যার্থী, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ। সুরকার প্রীতম চক্রবর্তী এবং পরিচালক অনুরাগ বসুও এই পুজোর পৃষ্ঠপোষক। এ বারে ‘কল্লোল’-এর দুর্গামূর্তি সাজানো হবে চিরাচরিত ডাকের সাজে। চিত্রশিল্পী যামিনী রায়ের চিত্রের অনুকরণে সেজে উঠবে পুজোমণ্ডপ। সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে অমিত গঙ্গোপাধ্যায়, রাজীব চট্টোপাধ্যায়ের গান, কৃষ্ণচন্দ্র দাসের বাউল গান, নৃত্যবন সংস্থার নাচের অনুষ্ঠান।

স্পন্দন, পওয়াই

স্পন্দন পওয়াই দুর্গোৎসবের থিম ‘জনক জননী উৎসব’। বর্তমান সমাজব্যবস্থায় বৃদ্ধ-বৃদ্ধারা একা হয়ে পড়ছেন। তাঁদের ঠিকানা হচ্ছে বৃদ্ধাশ্রম। যাঁরা সারা জীবন সংসারের জন্য প্রাণপাত করে চলেন, শেষ বয়সে তাঁদের দেখভালের জন্য কেউ থাকে না। পরিবারে অপাংক্তেয় এই বৃদ্ধ-বৃদ্ধাদের প্রতি ভালবাসা এবং সহানুভূতি জাগিয়ে তোলাই ‘জনক জননী উৎসব’-এর উদ্দেশ্য। দেবী ডাকের সাজের। মণ্ডপ কলকাতার রাজবাড়ির অনুকরণে। থাকবে নাকাশ আজিজ এবং তীর্থ ভট্টাচার্য ও সায়ক বন্দ্যোপাধ্যায়ের গান।

অ্যান্টপ হিল ৩১

বেঙ্গলি অ্যাসোসিয়েশন অ্যান্টপ হিল ওয়াডলার দুর্গাপুজোর এ বার ৩১তম বর্ষ। প্রতি বারের মতো এই বার স্থানীয় সিপিডব্লুডি গ্রাউন্ডেই এই পুজো হবে। পুজোর ক’দিন সকালে পুষ্পাঞ্জলি ও সন্ধ্যায় আরতি দেখতে মণ্ডপে প্রচুর দর্শক সমাগম হয়। এ ছাড়া সপ্তমী, অষ্টমী ও নবমীর দুপুরে ভক্ত ও দর্শনার্থীদের জন্য ভোগ বিতরণের ব্যবস্থা রাখা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে ক্লাবের সম্পাদক সুভাষচন্দ্র বালা জানান। পুজোর ক’দিন রাতে থাকছে নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বছর প্রতিমা গড়েছেন অমিত পাল।

মহাকালী সর্বজনীন

মহাকালী সর্বজনীন দুর্গোৎসব সেবা সমিতি, পুনমনগর, পূর্ব আন্ধেরির এই পুজোর এ বার পনেরো বছর পূর্তি। জাতীয় সংহতি, প্রথাগত পরম্পরা রক্ষা এই পুজোর এক অন্যতম বৈশিষ্ঠ্য। এই পুজোয় প্রচুর লোকসমাগম হয়। শুধু পুজো করাই নয়, এলাকার মেধাবী, দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপেরও ব্যবস্থা করে থাকেন উদ্যোক্তারা। মণ্ডপ ও প্রতিমার থিম পশ্চিমবঙ্গের পটচিত্র শিল্প। উদ্যোক্তারা জানান, চার দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা ছাড়াও মুম্বইয়ের বিশিষ্ট শিল্পীরাও অংশগ্রহণ করেন।

সংস্কৃতি, বোরিভলি

বোরিভলির রাজেন্দ্রনগরে ‘শিব সেবা সামাজিক শিক্ষণ সংস্থা’র ময়দানে অনুষ্ঠিত হবে ‘সংস্কৃতি’র ৬৪ তম দুর্গাপুজো। সপ্তমী, অষ্টমী, নবমী ভোগপ্রসাদের ব্যবস্থা। পঞ্চমী থেকে নবমীর সন্ধ্যায় সদস্য এবং কলকাতা ও মুম্বইয়ের শিল্পীরা অনুষ্ঠান করবেন। থাকবে ‘আনন্দমেলা’, শ্রুতিনাটক, সঙ্গীতসন্ধ্যা এবং অর্কেস্ট্রা। অষ্টমীর সন্ধ্যায় কলকাতার মধুরিমা দত্ত চৌধুরীর সঙ্গে মুম্বইয়ের তেজিন্দর এবং নবমীতে শিল্পীরা হলেন সোমছন্দা এবং ত্রিজয়।

মীরা রোড আমরা সবাই: আন্তরিকতাই মূল সুর। একাদশতম বর্ষে বাঁশ ও চাঁচের মণ্ডপ। প্রতিমায় ডাকের সাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE