Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National

রাজস্থানে গোরক্ষকদের হাতে খুনের ঘটনা জানা নেই: নাকভি

রাজস্থানের আলওয়ারে গোরক্ষকদের হাতে কেউ খুন হয়েছেন বলে কেন্দ্রীয় সরকারের জানা নেই।সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নাকভি বৃহস্পতিবার রাজ্যসভায় বলেন, ‘‘এ ব্যাপারে সংবাদ মাধ্যমে যা রটানো হচ্ছে, তেমন কোনও ঘটনার কথা সরকারের জানা নেই। রাজস্থান সরকারও সংবাদ মাধ্যমের ওই খবরের নিন্দা করেছে। এটা খুবই স্পর্শকাতর বিষয়। এমন কোনও ইঙ্গিত বা বার্তা নেই যে যারা হিংসাত্মক কার্যকলাপের সঙ্গে জড়িত, তাদের সরকার মদত দিচ্ছে।’’

রাজ্য়সভায় মুখতার আব্বাস নাকভি।

রাজ্য়সভায় মুখতার আব্বাস নাকভি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ১৬:১৮
Share: Save:

রাজস্থানের আলওয়ারে গোরক্ষকদের হাতে কেউ খুন হয়েছেন বলে কেন্দ্রীয় সরকারের জানা নেই।

সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নাকভি বৃহস্পতিবার রাজ্যসভায় বলেন, ‘‘এ ব্যাপারে সংবাদ মাধ্যমে যা রটানো হচ্ছে, তেমন কোনও ঘটনার কথা সরকারের জানা নেই। রাজস্থান সরকারও সংবাদ মাধ্যমের ওই খবরের নিন্দা করেছে। এটা খুবই স্পর্শকাতর বিষয়। এমন কোনও ইঙ্গিত বা বার্তা নেই যে যারা হিংসাত্মক কার্যকলাপের সঙ্গে জড়িত, তাদের সরকার মদত দিচ্ছে।’’

এ দিন ওই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্যসভায়। ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েন স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চান। স্লোগান দিতে দিতে বিরোধী সদস্যরা বিষয়টি নিয়ে সভায় আলোচনার দাবি জানান। ওই সময়েই সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ওই কথা বলেন।

অভিযোগ, গতকাল বিজেপি শাসিত রাজস্থানে গোরক্ষকরা পিটিয়ে মারে এক ব্যক্তিকে। অবৈধ ভাবে গরু-পাচার হচ্ছে— এই অভিযোগে জাতীয় সড়কের উপর চারটি গাড়ি পাকড়াও করে গোরক্ষকরা। গরু কেনার কাগজ দেখানোর পরেও শুরু হয়ে যায় ব্যাপক মারধর। যার জেরে মারা যান পহেলু খান নামে এক ব্যক্তি। আহত আরও চার জন। তবে এতে রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়ার বক্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। মন্ত্রীর দাবি, ঘটনার পিছনে দু’পক্ষই দায়ী। এমনকী পুলিশও সেই ভাবেই মামলা দাঁড় করিয়েছে।

গো-রক্ষার নামে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা বারবারই ঘটছে। গত ১ এপ্রিল রাজস্থানের অলওয়র জেলার ঘটনাটি নিয়ে পুলিশের বক্তব্য, গোরক্ষকদের একটি দল ৮ নম্বর জাতীয় সড়কের উপরে জাগুয়াস নামে একটি জায়গায় চারটি গাড়ি থামায়। অভিযোগ, সেগুলিতে গরু পাচার হচ্ছিল। গাড়িতে থাকা ব্যক্তিরা পাল্টা দাবি করেন, গরু কেনার বৈধ কাগজপত্র রয়েছে তাদের। সে সব দেখালেও রেহাই মেলেনি। শুরু হয়ে যায় ব্যাপক মারধর। পরে ওই ৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হরিয়ানার বাসিন্দা পহেলু খানের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, অলওয়রের কৈলাস হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হলেও ঠিক চিকিৎসা হয়নি তাদের। সে জন্যই মৃত্যু হয়েছে পহেলু খানের। খানের সঙ্গীরাও হাসপাতাল ছে়ড়েছেন। তবে চিকিৎসার গাফিলতির অভিযোগ অস্বীকার করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এক পুলিশ কর্তার বক্তব্য, ওই গোরক্ষকদের সঙ্গে বিশ্বহিন্দু পরিষদ, বজরং দলের যোগ রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে ধরেছে পুলিশ। এর পরেও রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিতর্ক বাড়িয়েছে। তাঁর মন্তব্য, ‘‘দু’দিক থেকেই সমস্যা। রাজস্থানে গরু পাচার অবৈধ জেনেও অনেকে তা করছে। গো-ভক্তরা তাদের থামাতে চাইছে।’’ মন্ত্রীর মতে, আইন হাতে তুলে নেওয়া ঠিক নয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘‘পুলিশ ব্যবস্থা নেবে।’’ ধৃত ১০ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন- ভাঁজ করা দোতলা বাড়ি বানিয়ে চমকে দিলেন আইআইটির ছাত্ররা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mukhtar Abbas Naqvi Parliament Rajya Sabha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE