Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মহারাষ্ট্র-টনিকে চাঙ্গা, উত্তরপ্রদেশে ঝাঁপ

আট তারিখ রাত আটটা... এইটুকু বলেই কিছু ক্ষণ চুপ। জনতার স্বতস্ফূর্ততা আঁচ করতে বা সমর্থনের মাত্রা মাপতে এমনটা তিনি মাঝেমধ্যেই করে থাকেন।

কোয়ম্বত্তূরে মোদী। ছবি: পিটিআই।

কোয়ম্বত্তূরে মোদী। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩২
Share: Save:

আট তারিখ রাত আটটা...

এইটুকু বলেই কিছু ক্ষণ চুপ। জনতার স্বতস্ফূর্ততা আঁচ করতে বা সমর্থনের মাত্রা মাপতে এমনটা তিনি মাঝেমধ্যেই করে থাকেন। তবে জনসভায় এই ধাঁধার খেলায় কিছু দিন বিরতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ফের সেই হেঁয়ালি!

তা-ও নোট বাতিল নিয়ে!

ওড়িশায় গ্রামীণ ভোটে সাফল্য এসেছে সদ্য। এর পরে কাল মহারাষ্ট্রে পুর নির্বাচনের ফল বেরোতেই ফের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে বিজেপির। এবং সে কারণেই গত ক’দিন ধরে এড়িয়ে চলা নোট-বাতিলের প্রসঙ্গে মোদী আজ তেড়েফুঁড়ে উঠলেন উত্তরপ্রদেশে। গোন্ডার জনসভায় বোঝাতে চাইলেন, ওড়িশার গরিব মানুষ থেকে মহারাষ্ট্রের মধ্যবিত্ত-সম্ভ্রান্তরা তাঁর নোট বাতিলের সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়েছে। তা-ই যদি হয়, উত্তরপ্রদেশের মন কেন আলাদা হবে? মহারাষ্ট্র, ওড়িশায় কংগ্রেস ফের সাফ হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশেও একই দশা হবে।

শুধু মোদী একা নন, দিল্লিতেও তাঁর মন্ত্রীরা রীতিমতো সাংবাদিক বৈঠক করে দাবি করলেন, এই রাজ্যগুলিতে জয় আসলে প্রধানমন্ত্রীর নোট বাতিলের স্বীকৃতি। নয়তো ওড়িশার কালাহান্ডিতেও বিজেপির জয়-জয়কার হতো না।

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘‘এই রাজ্যগুলির ফলের প্রভাব পড়বে উত্তরপ্রদেশের বাকি তিন দফার নির্বাচনে। উত্তরপ্রদেশের পূর্ব প্রান্তে ভোট এখনও বাকি। ওড়িশার মতো রাজ্যে যদি গরিবরা প্রধানমন্ত্রীর সঙ্গে থাকেন, তা হলে উত্তরপ্রদেশের পূর্ব দিকের গরিবরাও তাঁর সঙ্গেই থাকবেন।’’

আরও পড়ুন:
মদ ছাড়ায় না ডান্ডা, ভোটে গুলাবি গ্যাং

নোট বাতিল থেকে সেনা অভিযান— উত্তরপ্রদেশের মাটিতে কোনও অস্ত্রই কাজ দিচ্ছিল না দেখে গত কয়েক দিন ধরে মেরুকরণের হাতিয়ারেই শান দিতে শুরু করেছিলেন মোদী, অমিত শাহরা। মোদী কখনও ‘কবরস্থান’ ‘শ্মশান’ বিতর্ক টেনে আনছেন, কখনও বা তাঁর সেনাপতি অমিত টেনে আনছিলেন ‘কসাব’-এর বর্ণমালা। আজও প্রধানমন্ত্রী গোন্ডার জনসভায় কানপুরের রেল দুর্ঘটনার পিছনে সীমান্ত-পারের হাত ছিল বলে দাবি করে টেনে আনেন পাক-সন্ত্রাসের প্রসঙ্গ। উত্তরপ্রদেশের পূর্ব প্রান্তে সংখ্যালঘু ভোটার তুলনায় কম হলেও জাত-পাতের অঙ্ক মিটিয়ে হিন্দুদের একজোট করতে ধর্মের তাস খেলছে মোদী-শাহ জুটি। ভোটের মঞ্চে হিন্দুত্বের প্রসঙ্গ না টেনেও মোদী নিজে যে ভাবে শিবরাত্রি পালনের সমারোহে অংশ নিচ্ছেন, এবং তার ঢালাও প্রচার করা হচ্ছে, সেটাও পরোক্ষে হিন্দু ভোটারদের প্রতি বার্তা।

এটা প্রত্যাশিতই। তবে মূলত ওড়িশা-মহারাষ্ট্রের ফল দেখেই ফের নোট-বাতিল অস্ত্রে জমতে থাকা ঝুল ঝেড়ে ভোট ময়দানে বার করে এনেছেন মোদী। রাহুল গাঁধী, অখিলেশ যাদবরা লাগাতার নোট বাতিলের কুফল প্রচার করে আসছেন রাজ্য জুড়ে। জবাব না দিয়ে বিজেপি শুধু এড়িয়ে চলছিল প্রসঙ্গটি। মহারাষ্ট্রের ফল পাল্টে দিয়েছে নেতা-কর্মীদের মেজাজ।

গত কালই অরুণ জেটলি এক নিবন্ধ লিখেছেন, ‘নোট বাতিল নিয়ে এত দিন ধরে কংগ্রেসের কু-প্রচারের জবাব দিয়েছে দুই রাজ্যের মানুষ।’ উত্তরপ্রদেশে কংগ্রেসের মতো এমন ডুবন্ত নৌকাকে কেন এতগুলি আসন দিল সমাজবাদী, সেই প্রশ্ন তুলে অখিলেশ ও রাহুলের মধ্যেও বিভাজনের কৌশল নিল বিজেপি।

নোট বাতিলের পাশাপাশি ডিজিটাল ইন্ডিয়া নিয়ে সরব মোদী ক্রমাগত অভিযোগ করে যাচ্ছেন, অখিলেশ বরবাদ করেছেন রাজ্যকে, পাঁচ বছরে কোনও উন্নয়ন করেননি। এর জবাবে আজ অখিলেশের টুইট-খোঁচা, ‘‘উত্তরপ্রদেশে ১৮ লক্ষ মেধাবী পড়ুয়াকে ল্যাপটপ দিয়েছি। মোদীজি আপনারই ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণ করে চলেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Uttar Pradesh Election BMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE