Advertisement
২০ এপ্রিল ২০২৪

৫০০ কোটি ঋণ নিয়ে বেপাত্তা রোটোম্যাকের মালিক

অভিযোগ, নিয়ম কানুন না মেনেই বিক্রম কোঠারিকে এই ঋণ দেওয়া হয়েছিল। ইউনিয়ন ব্যাঙ্কের ম্যানেজার পি কে অবস্থী জানিয়েছেন, বিক্রম কোঠারির বিরুদ্ধে এনসিএনটি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

বিক্রম কোঠারি।

বিক্রম কোঠারি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৩২
Share: Save:

এ বার উত্তরপ্রদেশের কানপুরে ৫০০ কোটি টাকার বেশি ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠল। এই ঘটনায় অভিযোগের আঙুল কলম প্রস্তুতকারী সংস্থা রোটোম্যাকের মালিক বিক্রম কোঠারির দিকে। অভিযোগ, বিক্রম পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৫০০ কোটি টাকার বেশি ঋণ নিয়ে শোধ করেননি। উল্লেখযোগ্য হল, রোটোম্যাকের এই মালিক এখন কোথায় রয়েছেন, সে ব্যাপারে কোনও তথ্য নেই। বেশ কিছুদিন ধরে বন্ধ কানপুরে মালরোডের সিটি সেন্টারে রোটোম্যাকের দফতরটি। পান পরাগের প্রতিষ্ঠাতা এমএম কোঠারির ছেলে বিক্রম। বাবার মৃত্যুর পর তিনি স্টেশনারি পণ্যের ব্যবসা শুরু করেন।

অভিযোগ, নিয়ম কানুন না মেনেই বিক্রম কোঠারিকে এই ঋণ দেওয়া হয়েছিল। ইউনিয়ন ব্যাঙ্কের ম্যানেজার পি কে অবস্থী জানিয়েছেন, বিক্রম কোঠারির বিরুদ্ধে এনসিএনটি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

(এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় যাঁর ছবি দেওয়া হয়েছিল তিনি রোটোম্যাক কর্তা বিক্রম কোঠারি নন। এই গুরুতর ত্রুটির জন্য আমরা আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE