Advertisement
২০ এপ্রিল ২০২৪

অপরাধ নয় আত্মহত্যা, এল নয়া বিল

আত্মহত্যার চেষ্টাকে অপরাধের তকমা মুক্ত করতে বিল এল লোকসভায়। বিলটি পেশ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডা বলেন, ‘‘মানুষ আত্মহত্যার চেষ্টা করে প্রচণ্ড মানসিক চাপে পড়ে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০৩:১৬
Share: Save:

আত্মহত্যার চেষ্টাকে অপরাধের তকমা মুক্ত করতে বিল এল লোকসভায়। বিলটি পেশ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডা বলেন, ‘‘মানুষ আত্মহত্যার চেষ্টা করে প্রচণ্ড মানসিক চাপে পড়ে। তার মানে, এর নেপথ্যে মানসিক অসুস্থতা। সেই কারণেই একে অপরাধ হিসেবে দেখা উচিত নয়। তাই আত্মহত্যার চেষ্টাকে ভারতীয় দণ্ডবিধির আওতার বাইরে নিয়ে আসার চেষ্টা হয়েছে এই বিলে।’’ আদপে এটি মানসিক স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত বিল। গত অগস্টে রাজ্যসভায় বিলটি পাশ হয়। নড্ডা জানান, বিলটি লোকসভায় পেশের আগে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হয়েছে। কোনও মানসিক রোগী কী ধরনের চিকিৎসা পাবেন, তার দিশা দেওয়ার পাশাপাশি মানসিক ভারসাম্যহীন শিশুদের চিকিৎসায় বৈদ্যুতিক শক দেওয়া নিষিদ্ধ হয়েছে নয়া বিলে। লোকসভায় বিরোধী সাংসদেরাও নয়া বিলটিকে স্বাগত জানান। যদিও বিতর্ক শেষ হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

suicide Lok Sabha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE