Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National

পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ, শপথ বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। শতদ্রু-যমুনা সংযোগকারী ক্যানাল মামলার পরবর্তী শুনানির ঠিক ১২ দিন আগে। ওই মামলার পরবর্তী শুনানি হবে ২৮ মার্চ। ওই ক্যানাল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে গত নভেম্বরে সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন অমরেন্দ্র।

ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ।

ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ মার্চ ২০১৭ ১৬:৪০
Share: Save:

আগামী বৃহস্পতিবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। শতদ্রু-যমুনা সংযোগকারী ক্যানাল মামলার পরবর্তী শুনানির ঠিক ১২ দিন আগে। ওই মামলার পরবর্তী শুনানি হবে ২৮ মার্চ। ওই ক্যানাল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে গত নভেম্বরে সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন অমরেন্দ্র।

রবিবার পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ বলেছেন, ‘‘গতকাল প্রধানমন্ত্রী আমার সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, পঞ্জাবের জন্য আপনার যা যা দরকার হবে, বলবেন। আমি আপনাকে যথাসাধ্য সাহায্য করতে চেষ্টা করব।’’

সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ১১৭ সদস্যের পঞ্জাব বিধানসভায় কংগ্রেস পেয়েছে ৭৭টি আসন। যার অনেকটাই সম্ভব হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহের ক্যারিশমায়।

আরও পড়ুন- লখনউয়ের তখ্‌ত দখল, ব্র্যান্ড মোদী নামক কড়াপাক এখনও সফল

তাঁর সরকার কী ভাবে চলবে?

সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘কোনও বদলার রাজনীতিতে আমি বিশ্বাস করি না। রাজনৈতিক প্রতিপক্ষ বলে অযথা কাউকে শূলেও চড়াতে চাই না।’’

স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানো আর শিক্ষার মানোন্নয়ন, এই দু’টি ক্ষেত্রেই তাঁর সরকার সর্বাধিক গুরুত্ব দেবে বলে জানিয়েছেন পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE