Advertisement
২৬ এপ্রিল ২০২৪

‘লভ জেহাদ’ নিয়ে তদন্তে এনআইএ

কেরল হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শাফিন। তাঁর বক্তব্য, এক জন প্রাপ্তবয়স্ক স্বাধীন মহিলা হিসেবে তিনি যে কোনও সিদ্ধান্তই নিতে পারেন। তাঁর স্ত্রীকে তাঁর বাবা জোর করে ঘরে আটকে রেখেছেন বলে অভিযোগ করেন শাফিন।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৭ ০৪:১৫
Share: Save:

এক মুসলিম যুবকের সঙ্গে এক হিন্দু মেয়ের বিয়ে নিয়ে তদন্ত করবে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বুধবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

ঘটনাটি গত ডিসেম্বরের। কেরলের মুসলিম যুবক শাফিন জাহান বিয়ে করেছিলেন এক হিন্দু মেয়েকে। শাফিনের দাবি, বিয়ের আগেই তাঁর স্ত্রী মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই বিয়ের বিরুদ্ধে আদালতে যান মেয়েটির বাবা। তাঁর দাবি, দেশের বিভিন্ন প্রান্তে এই ভাবে বিবাহযোগ্য মেয়েদের ‘ভুলিয়ে’ মৌলবাদে দীক্ষিত করার পরিকল্পিত চক্রান্ত চলছে। তাঁর মেয়েও এই ‘লভ জেহাদ’-এর শিকার। কেরল হাইকোর্ট সেই বিয়েকে অবৈধ ঘোষণা করে।

কেরল হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শাফিন। তাঁর বক্তব্য, এক জন প্রাপ্তবয়স্ক স্বাধীন মহিলা হিসেবে তিনি যে কোনও সিদ্ধান্তই নিতে পারেন। তাঁর স্ত্রীকে তাঁর বাবা জোর করে ঘরে আটকে রেখেছেন বলে অভিযোগ করেন শাফিন।

বহু দিন ধরেই হিন্দুত্ববাদী সংগঠনগুলির নিশানায় রয়েছে ‘লভ জেহাদ।’ সংগঠনগুলির দাবি, কখনও বিয়ের মাধ্যমে, কখনও ভয় দেখিয়ে বা টাকা দিয়ে হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করা হচ্ছে এবং তাদের নিজেদের দলে নিয়েছে জঙ্গি সংগঠন আইএস। এ দিন সুপ্রিম কোর্টে এনআইএ-ও জানিয়েছে, দেশের পক্ষে ‘লভ জেহাদ’ বিপজ্জনক।

বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর ও বিচারপতি
ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ বলে, এটা অনেকটা ‘ব্লু হোয়েল’ গেমের মতো। যেখানে কাউকে দিয়ে কোনও কাজ করানো খুবই সোজা। এই ঘটনার এনআইএ তদন্তের নির্দেশ দিয়ে শীর্ষ আদালত জানায়, তদন্তের তদারকি করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর ভি রবীন্দ্রন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE