Advertisement
২৫ এপ্রিল ২০২৪

‘জিএসটি তো লাগবে না, আবার হাসব’

সংসদে তাঁর হাসি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সঙ্গীদের মস্করাকে এই ভাষাতেই নিশানা করলেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরি। তাঁর বক্তব্য, হাসির উপরে তো কোনও জিএসটি বসেনি! তা হলে হাসব না কেন! ‘‘আমি পাঁচ বারের সাংসদ। হাসার জন্য আমার কারও অনুমতির লাগবে না।’’

রেণুকা চৌধুরি। —ফাইল চিত্র।

রেণুকা চৌধুরি। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
পানাজি শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:২০
Share: Save:

দেশটা তো রামগড়ুরের বাসা নয়, যেখানে হাসা নিষেধ! রেণুকা তাই হাসবেন। তাঁর কথায়, ‘‘কারও অনুমতি ছাড়াই হাসব। মোদী ফের মিথ্যে কথা বললে আবার হাসব।’’

সংসদে তাঁর হাসি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সঙ্গীদের মস্করাকে এই ভাষাতেই নিশানা করলেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরি। তাঁর বক্তব্য, হাসির উপরে তো কোনও জিএসটি বসেনি! তা হলে হাসব না কেন! ‘‘আমি পাঁচ বারের সাংসদ। হাসার জন্য আমার কারও অনুমতির লাগবে না।’’

গত বুধবার সংসদে একের পর এক বিষয়ে মোদীর কৃতিত্ব নেওয়ার হিড়িক দেখে এক সময় আর থাকতে না পেরে অট্টহাসি হেসে ফেলেছিলেন রেণুকা। আর তাতেই বিপত্তি। মোদী এবং তাঁর সঙ্গীরা একজোট হয়ে রেণুকাকে বিদ্রুপ করেন। ফলে বিষয়টি অন্য মাত্রা পেয়ে যায়। প্রধানমন্ত্রীর ক্ষমাপ্রার্থনার দাবিতে রাজ্যসভায় তুমুল হট্টগোল বাধায় কংগ্রেস। এর মধ্যেই আজ পানাজিতে এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন রেণুকা। স্বাভাভিক ভাবেই তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে রেণুকা জানান, তাঁকে নিয়ে মোদীর ঠাট্টা থেকে স্পষ্ট, মহিলাদের সম্পর্কে দেশের প্রধানমন্ত্রীর মনোভাব কী।

আরও পড়ুন: #গার্লসহুড্রিঙ্কবিয়ার: তুমুল ট্রোলের মুখে পর্রীকর

সংসদে তাঁর হাসি নিয়ে মোদীর ওই মন্তব্যের পরে তিনি দেশ জুড়ে মহিলাদের বিপুল সমর্থন পাচ্ছেন বলে জানিয়েছেন রেণুকা। তিনি জানান, ‘লাফ লাইক রেণুকা চৌধুরি’, ‘লাফ লাইক শূর্পণখা’-সহ বিভিন্ন হ্যাশট্যাগ বার্তায় মহিলারা তাঁকে সমর্থনের বার্তা দিচ্ছেন। সেই সঙ্গেই তাঁর ক্ষোভ, যে সংসদে আইন তৈরি হয়, সেখানেই অনেকে জানেন না, মহিলাদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত।

রেণুকার হাসি নিয়ে বিজেপির মশকরাকে হাতছাড়া করতে চাইছেন না কংগ্রেসের অনেক নেতা। ইলাহাবাদের এক কংগ্রেস নেতা তো রেণুকাকে দ্রৌপদী, রাহুলকে কৃষ্ণ এবং মোদী-অমিত শাহদের কৌরব সাজিয়ে রীতিমতো পোস্টার ছাপিয়ে শহরের বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছেন! পোস্টারে বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে ধৃতরাষ্ট্র হিসেবে দেখানো হয়েছে! আর এই বিতর্কিত পোস্টারে বিলক্ষণ চটেছে বিজেপি। আর মুচকি হাসছেন স্থানীয় কংগ্রেস নেতারা।

হাসাহাসির ব্যাপারটা ক্রমশ গুরুগম্ভীর হয়ে পড়ছে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE