Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Natoinal News

নতুন কোনও নোট এখনই নয়, জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক

অনেক দিন ধরেই জল্পনা চলছিল ২০০০ ও ৫০০ টাকার পর এ বার বাজারে নতুন অঙ্কের নোট ছাড়তে চালেছে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু সেই জল্পনায় ইতি টানল রিজার্ভ ব্যাঙ্কই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ১১:৪৬
Share: Save:

অনেক দিন ধরেই জল্পনা চলছিল ২০০০ ও ৫০০ টাকার পর এ বার বাজারে নতুন অঙ্কের নোট ছাড়তে চালেছে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু সেই জল্পনায় ইতি টানল রিজার্ভ ব্যাঙ্কই।

রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে খবর, এই মুহূর্তে কোনও নতুন অঙ্কের নোট বাজারে আনার পরিকল্পনা নেই তাদের। রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর এন এস বিশ্বনাথন বলেন, “আমরা চাইছি মানুষ আরও বেশি করে ক্যাশলেস লেনদেন করুক।”

আরও পড়ুন: পুলিশের উপরে পরপর হামলা, নিহত ২ জঙ্গি

অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, ঋণ দেওয়ার পর, সেই ঋণের টাকা তুলতে অনেক ব্যাঙ্কই কার্যত ব্যর্থ হয়েছে। ফলে এ ক্ষেত্রে একটা বিশাল ঘাটতি থেকে গিয়েছে। তাই এ বার থেকে যাতে সেই পরিস্থিতির মুখোমুখি না হতে হয়, তাই ঋণগ্রহীতার অর্থনৈতিক অবস্থা ভাল ভাবে যাচাই করার পরই তবে দেওয়ার ব্যবস্থা নিতে হবে ব্যাঙ্কগুলিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

RBI Denomination
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE