Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

হরিয়ানায় অসহিষ্ণুতা: দেশ জুড়ে প্রতিবাদে ‘নট ইন মাই নেম’

হরিয়ানার বল্লভগড়ে ব্যাগে গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে ট্রেনে ১৬ বছর বয়সী এক মুসলিম কিশোর জুনিয়াদ খানকে পিটিয়ে ও ছুরি মেরে খুন করে একদল দুষ্কৃতী।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ জুন ২০১৭ ১৮:৪৮
Share: Save:

গণপিটুনি ও ছুরিকাঘাতে হরিয়ানায় একটি মুসলিম কিশোরের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বুধবার দিল্লির যন্তর মন্তর সহ দেশের বহু জায়গায় বিক্ষোভ দেখিয়েছে ‘নট ইন মাই নেম’ নামে একটি সংগঠন।

হরিয়ানার বল্লভগড়ে ব্যাগে গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে ট্রেনে ১৬ বছর বয়সী এক মুসলিম কিশোর জুনেইদ খানকে পিটিয়ে ও ছুরি মেরে খুন করে একদল দুষ্কৃতী। ওই ঘটনার প্রতিবাদে গুরুগ্রামের (আগের নাম- গুরগাঁও) এক চলচ্চিত্রনির্মাতা সাবা দেওয়ান ‘নট ইন মাই নেম’ সংগঠনটি গড়ে তোলেন। সংগঠকরা প্রথমে ঠিক করেছিলেন প্রতিবাদ জানানো হবে শুধুই দিল্লির যন্তর মন্তরে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই খবর ভাইরাল হয়ে যেতেই ওই প্রতিবাদে সামিল হওয়ার জন্য উৎসাহের ঢল নামে দেশজুড়ে। সমর্থনের বার্তা আসতে থাকে বিদেশ থেকেও। ফলে, সংগঠকরা সিদ্ধান্ত নেন, শুধুই যন্তর মন্তরে নয়, ওই প্রতিবাদ হবে দেশের বিভিন্ন জায়গায়।

বুধবার সেই প্রতিবাদ দেখানো হয় দিল্লির যন্তর মন্তর, কলকাতার দক্ষিণাপণ, ইলাহাবাদের সিভিল লাইন্স, চন্ডীগড়ের সেক্টর সেভেনটিন, জয়পুরের গাঁধীনগর, পটনার কার্গিল চক, হায়দরাবাদের ট্যাঙ্ক বান্ড, বেঙ্গালুরুর ব্যাঙ্গালোর টাউন হল, মুম্বইয়ের কার্টার রোড, লখনউয়ের গাঁধী পার্ক, কোচির হাইকোর্ট জংশন এবং তিরুঅনন্তপুরমে সচিবালয়ের কাছে। বৃহস্পতিবার সেই প্রতিবাদ দেখানো হবে লন্ডন, টরোন্টো ও বস্টনে।

সংগঠকরা জানিয়েছেন, ভারতে সংখ্যালঘুদের ওপর হামলার একের পর এক ঘটনা আর কেন্দ্রীয় সরকারের নীরব দর্শকের ভূমিকার প্রতিবাদ করতেই এই সংগঠন গড়ে তোলা হয়েছে। মূল সংগঠক সাবা দেওয়ান তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘‘এখন না হলে আর কবেই বা প্রতিবাদ করব? রাজনৈতিক দলগুলি কবে প্রতিবাদ করবে, তার অপেক্ষায় বসে না থেকে আমরা নাগরিকরাই বা কেন এমন প্রতিবাদ, বিক্ষোভ সংগঠিত করব না?’’

আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীর ছাড়াই ভারতীয় মানচিত্র প্রকাশ করল চিনা সংস্থা

সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের বর্বরতার প্রতিবাদ জানাতে একই ভাবে ব্রিটেনেও সে দেশের নাগরিকরা ‘নট ইন মাই নেম’ নামে একটি সংগঠন গড়ে তুলেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Not In My Name Not In My Name Protest Junaid Khan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE