Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

সনিয়া দাঁড়াবেন, এবং রায়বরেলীতেই, ঘোষণা প্রিয়ঙ্কার

প্রিয়ঙ্কা জানিয়ে দিলেন, ‘‘আমি নয়, মা-ই আবার লড়বেন রায়বরেলী থেকে।’’

সনিয়া গাঁধী ও প্রিয়ঙ্কা বঢরা।

সনিয়া গাঁধী ও প্রিয়ঙ্কা বঢরা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭ ১৪:৫২
Share: Save:

তা হলে কি মায়ের জায়গায় মেয়ে? সেই জল্পনায় জল ঢেলে দিলেন সনিয়া গাঁধীর কন্যা প্রিয়ঙ্কা বঢরাই।

জানিয়ে দিলেন, ‘‘আমি নই, মা-ই আবার লড়বেন রায়বরেলী থেকে।’’

জল্পনার সূত্রপাত হয়েছিল শুক্রবার। যখন বিদায়ী কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধী নিজেই বলেন, ‘‘এ বার আমার এবসর নেওয়ার পালা।’’

সনিয়ার ওই মন্তব্যের পরপরই কানাঘুষো শুরু হয়, ছেলে রাহুল গাঁধীর জন্য যেমন তিনি ছেড়ে দিলেন কংগ্রেস সভানেত্রীর চেয়ার, এ বার কি সেই ভাবেই তাঁর সংসদীয় নির্বাচন কেন্দ্র রায়বরেলী সনিয়া ছেড়ে দেবেন তাঁর মেয়ে প্রিয়ঙ্কাকে? মায়ের রায়বরেলী আসনে জিতেই কি ২০১৯ সালের সাধারণ নির্বাচন থেকে রাজনীতিতে পদার্পণ করবেন রাজীব-তনয়া?

আরও পড়ুন- আদিত্যনাথের অপছন্দ, কোপ তাই আমিষ খাবারে!​

আরও পড়ুন- ওরা ভাঙে, আমরা গড়ি, কংগ্রেস সভাপতি হয়েই মোদীকে নিশানা রাহুলের​

সেই জল্পনায় জল ঢেলে দিয়ে প্রিয়ঙ্কাই বলেছেন, ‘‘রায়বরেলী থেকে আমার ভোটে দাঁড়ানোর কোনও প্রশ্নই নেই। মা-ই লড়বেন ওই আসনে।’’

২০০৪ সাল থেকেই রায়বরেলী সংসদীয় কেন্দ্রে জিতে আসছেন সনিয়া। আর তার পাশের আসন অমেঠী থেকে লড়ে আসছেন প্রিয়ঙ্কার দাদা, সদ্য নির্বাচিত কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। দু’জনের কেন্দ্রেই গত লোকসভা ভোটে প্রচারে গিয়েছিলেন প্রিয়ঙ্কা।

স্বামী রবার্ট ভদরার পাশে বসে দুই সন্তানের মা প্রিয়ঙ্কা শুক্রবার বলেন, ‘‘আমার মায়ের মতো বলিষ্ঠ, দৃঢ়চেতা মহিলা আমি দেখিনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE