Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কাশ্মীরে এনএসজি, আপত্তি সেনার

পণবন্দি পরিস্থিতি-সহ জঙ্গি দমনের নানা ক্ষেত্রে দ্রুত অভিযান চালাতে ব্যবহার করা হয় এনএসজি কম্যান্ডোদের। কিন্তু এখনও পর্যন্ত কাশ্মীরে ওই বাহিনীকে বিশেষ ব্যবহার করা হয়নি। সেখানে সন্ত্রাস দমন অভিযানের দায়িত্ব মূলত সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশনস গ্রুপের হাতেই রয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শ্রীনগর শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৮ ০৪:১৯
Share: Save:

কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে এনএসজি কম্যান্ডোদের ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যদিও এই পরিকল্পনা নিয়ে প্রবল আপত্তি জানিয়েছেন সেনাবাহিনীর কর্তারা।

পণবন্দি পরিস্থিতি-সহ জঙ্গি দমনের নানা ক্ষেত্রে দ্রুত অভিযান চালাতে ব্যবহার করা হয় এনএসজি কম্যান্ডোদের। কিন্তু এখনও পর্যন্ত কাশ্মীরে ওই বাহিনীকে বিশেষ ব্যবহার করা হয়নি। সেখানে সন্ত্রাস দমন অভিযানের দায়িত্ব মূলত সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশনস গ্রুপের হাতেই রয়েছে।

জম্মু-কাশ্মীর পুলিশের এক কর্তা জানিয়েছেন, জঙ্গি দমন অভিযানের সময়ে স্থানীয়দের একাংশের বাধায় বার বার অসুবিধেয় পড়ছে বাহিনী। সে ক্ষেত্রে দ্রুত অভিযান শেষ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। কোনও বাড়িতে জঙ্গিরা লুকিয়ে থাকলে তাদের বিরুদ্ধে অভিযান চালানোর ক্ষেত্রে এনএসজি-র দক্ষতা অনেক বেশি। সে জন্যই এ বার কাশ্মীরে এই কম্যান্ডাদের ডাক পড়েছে।

আরও পড়ুন: মেয়েকে ধর্ষণের প্রতিবাদ, জেলে ‘খুন’ বাবা​

কিন্তু এই পরিকল্পনা নিয়ে আপত্তি রয়েছে সেনার। তাদের তরফে জানানো হয়েছে, উপত্যকায় এখনই অন্তত ৬টি বাহিনী কাজ করছে। তার মধ্যে জঙ্গি দমনের কাজ মূলত সেনার হাতেই রয়েছে। এনএসজি মোতায়েন করা হলে বাহিনীর মধ্যে সমন্বয় বজায় রাখা কঠিন হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE