Advertisement
২৪ এপ্রিল ২০২৪

এক পদ এক পেনশন: যেখানে আন্দোলনকারীদের আপত্তি

এক পদ এক পেনশন নিয়ে বেশ কয়েক বছর ধরেই চলছে রাজনৈতিক তরজা। গত প্রায় তিন মাস ধরে এই প্রকল্প চালুর দাবিতে রাজধানীতে আন্দোলন করছেন অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। এ দিন শেষ পর্যন্ত তা চালু হলেও তা খুশি করতে পারল না আন্দোলনকারীদের। ঠিক কী চেয়েছিলেন তাঁরা? কেন্দ্রের প্রস্তাবেই বা কী আছে?

প্রতিরক্ষামন্ত্রীর সাংবাদিক বৈঠক। শনিবার পিটিআইয়ের তোলা ছবি।

প্রতিরক্ষামন্ত্রীর সাংবাদিক বৈঠক। শনিবার পিটিআইয়ের তোলা ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৪১
Share: Save:

এক পদ এক পেনশন নিয়ে বেশ কয়েক বছর ধরেই চলছে রাজনৈতিক তরজা। গত প্রায় তিন মাস ধরে এই প্রকল্প চালুর দাবিতে রাজধানীতে আন্দোলন করছেন অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। এ দিন শেষ পর্যন্ত তা চালু হলেও তা খুশি করতে পারল না আন্দোলনকারীদের। ঠিক কী চেয়েছিলেন তাঁরা? কেন্দ্রের প্রস্তাবেই বা কী আছে?

কেন্দ্রের প্রস্তাব: স্বেচ্ছাবসরকারীরা প্রকল্পে অন্তর্ভুক্ত নয়।

সেনাকর্মীদের প্রস্তাব: স্বেচ্ছাবসরকারীদেরও প্রকল্পে অন্তর্ভুক্ত করতে হবে।

কেন্দ্রের প্রস্তাব: পাঁচ বছর অন্তর পেনশন কাঠামোর পুনর্বিন্যাস।

সেনাকর্মীদের প্রস্তাব: দু’বছর অন্তর পেনশন কাঠামোর পুনর্বিন্যাস।

কেন্দ্রের প্রস্তাব: এক জন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনে সায়।।

সেনাকর্মীদের প্রস্তাব: বিতর্কের জায়গাগুলি নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর তত্বাবধানে কমিশন গঠন। যাতে থাকবেন তাঁদের প্রতিনিধিরাও।

এই সংক্রান্ত আরও খবর...
চালু এক পদ এক পেনশন, সিদ্ধান্তে
পুরো খুশি নন আন্দোলনকারীরা

‘এক পদ এক পেনশন’ কী?

কেন্দ্রের প্রস্তাব: ২০১৪-এর জুলাই থেকে চালু হবে প্রকল্প।

সেনাকর্মীদের প্রস্তাব: প্রকল্প চালু করতে হবে ৩১ মার্চ থেকে।

কেন্দ্রের প্রস্তাব: ২০১৩ সালকে বেস ইয়ার হিসাবে ধরা হয়েছে।

সেনাকর্মীদের প্রস্তাব: ২০১৫ সালকে বেস ইয়ার হিসাবে ধরা হোক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

orop issue orop objections orop differences
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE