Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আজ থেকে পেট্রোল পাম্প, বিমানেও বন্ধ পুরনো ৫০০ টাকার নোট

একশো টাকার মজুতদারি রুখতে বন্ধ হল পুরনো পাঁচশো টাকার নোট নেওয়া। আগামিকাল মধ্যরাতের পর থেকে পেট্রোল পাম্পে ও বিমানের টিকিট কিনতে পুরনো পাঁচশো টাকার নোট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৬ ০৩:২১
Share: Save:

একশো টাকার মজুতদারি রুখতে বন্ধ হল পুরনো পাঁচশো টাকার নোট নেওয়া। আগামিকাল মধ্যরাতের পর থেকে পেট্রোল পাম্পে ও বিমানের টিকিট কিনতে পুরনো পাঁচশো টাকার নোট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। এখনও যেখানে পুরনো পাঁচশো টাকার নোট চলছে, আস্তে আস্তে তার সবই বন্ধ করে দিতে চাইছে সরকার।

আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত পেট্রোল পাম্পে পুরনো পাঁচশো টাকার নোট চলবে বলে অর্থ মন্ত্রক ছাড় দিয়েছিল। কিন্তু আজ মন্ত্রক ঘোষণা করেছে, ২ ডিসেম্বর মধ্যরাতের পর থেকে পেট্রোল পাম্পেও আর পুরনো পাঁচশো টাকার নোট চলবে না। তবে বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে ওই নোট দেওয়া যাবে। সরকারি হাসপাতাল, সরকারি বাস, রেলের টিকিট কেনার ক্ষেত্রে এখনও পুরনো পাঁচশো টাকার নোট চলবে। কিন্তু বিমানের টিকিট কেনার ক্ষেত্রে চলবে না।

কেন এই সিদ্ধান্ত?

অর্থ মন্ত্রক সূত্রের মতে, পেট্রোল পাম্পে পুরনো পাঁচশো টাকার নোট চালু থাকায় বেআইনি ভাবে একশো টাকার নোটের মজুতদারি হচ্ছিল। পেট্রোল পাম্পগুলি স্কুটার-বাইকে তেল বিক্রি করে একশো টাকার নোট জড়ো করছিল। কিন্তু যাঁরা গাড়িতে তেল ভরতে আসছিলেন, তাঁদের সেই একশো টাকার নোট খুচরো হিসেবে দেওয়া হচ্ছিল না। বলা হচ্ছিল, পুরো পাঁচশো, এক হাজার, দেড় হাজার বা দু’হাজার টাকারই তেল ভরতে হবে। খুচরো হিসেবে একশো টাকার নোট মিলবে না।

একশো টাকার নোটগুলি জমিয়ে রেখে পেট্রোল পাম্পগুলি করছে কী? অর্থ মন্ত্রকের কাছে রাজস্ব গোয়েন্দাদের দেওয়া রিপোর্ট অনুযায়ী, যে সব ছোট বা মাঝারি ব্যবসায়ীদের একশো টাকার নোটের প্রয়োজন তাঁদের কমিশনের বিনিময়ে ওই নোট দেওয়া হচ্ছিল। কিন্তু বেশ কয়েক দিন ধরে একশো টাকার নোট এক জায়গায় আটকে থাকায় বাজারে ওই নোটের অভাব দেখা যাচ্ছিল। কিন্তু অর্থ মন্ত্রকের কর্তাদের হিসেব অনুযায়ী, ৮ নভেম্বর বাজারে যে পরিমাণ একশো টাকার নোট ছিল, এখন তার থেকে ১৫০ শতাংশ বেশি রয়েছে। কিন্তু অকারণ মজুতদারির ফলে তা চোখে দেখা যাচ্ছে না।

প্রকাশ্যে অবশ্য মজুতদারিকে এই সিদ্ধান্তের কারণ হিসেবে মানেনি সরকার। অর্থ মন্ত্রক এক বিবৃতিতে যুক্তি দিয়েছে, পেট্রোল পাম্পগুলি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন সামলাতে যথেষ্ট সক্ষম। সেই কারণেই ২ ডিসেম্বরের মধ্যরাতের পর থেকে আর পেট্রোল পাম্পে পুরনো পাঁচশো টাকার নোট নেওয়া হবে না। একই যুক্তিতে বিমানের টিকিট কেনার ক্ষেত্রেও আর পুরনো নোটে ছাড় দেওয়ার দরকার নেই। বিমানবন্দরে বিমান সংস্থাগুলির টিকিট কাউন্টারে ডেবিট কার্ড-ক্রেডিট কার্ডে লেনদেনের ব্যবস্থা রয়েছে। সিলিন্ডার কিনতে ওই নোট দেওয়া যাবে। সরকারি হাসপাতাল, সরকারি বাস, রেলের টিকিট কেনার ক্ষেত্রে এখনও পুরনো পাঁচশো টাকার নোট চলবে। তবে ওই ক্ষেত্রগুলিতেও ১৫ ডিসেম্বরের মধ্যে পুরনো নোটের ব্যবহার বন্ধ করতে চায় নরেন্দ্র মোদী সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Old 500-Rupee Notes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE