Advertisement
২০ এপ্রিল ২০২৪

সম্পত্তির তথ্য দিলেন মাত্র এগারো মন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ম অনুযায়ী, মন্ত্রীর সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তি-দায়ের বিবরণও জানাতে হয়। দফতরের তথ্য অনুযায়ী, সম্পত্তি ও দায়ের বিবরণ জানিয়েছেন অরুণ জেটলি, সুষমা স্বরাজ, সদানন্দ গৌড়া, রামবিলাস পাসোয়ান, অশোক গজপতি রাজু, চৌধুরি বীরেন্দ্র সিংহ, প্রকাশ জাভড়়েকর, মুখতার আব্বাস নকভি, ভি কে সিংহ, রাধাকৃষ্ণন পি ও অনুপ্রিয়া পটেল।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭ ০২:৩২
Share: Save:

স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ম অনুযায়ী, ৩১ অগস্টের মধ্যে সম্পত্তি ও দায়ের বাৎসরিক বিবরণ জানানোর কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রীদের। কিন্তু প্রধানমন্ত্রীর দফতরের ওয়েবসাইট অনুযায়ী, ১ সেপ্টেম্বর পর্যন্ত ওই বিবরণ জানিয়েছেন মাত্র ১১ জন মন্ত্রী। রবিবার মন্ত্রিসভার বড়সড় রদবদল হওয়ার কথা।

স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ম অনুযায়ী, মন্ত্রীর সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তি-দায়ের বিবরণও জানাতে হয়। দফতরের তথ্য অনুযায়ী, সম্পত্তি ও দায়ের বিবরণ জানিয়েছেন অরুণ জেটলি, সুষমা স্বরাজ, সদানন্দ গৌড়া, রামবিলাস পাসোয়ান, অশোক গজপতি রাজু, চৌধুরি বীরেন্দ্র সিংহ, প্রকাশ জাভড়়েকর, মুখতার আব্বাস নকভি, ভি কে সিংহ, রাধাকৃষ্ণন পি ও অনুপ্রিয়া পটেল।

অর্থমন্ত্রী অরুণ জেটলি এ বার ৬৭ কোটি ৬২ লক্ষ টাকার হিসেব দিয়েছেন। গত বছরে ৬০ কোটি ৯৯ লক্ষ টাকার হিসেব দিয়েছিলেন। চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬৪ কোটি টাকা ও ১ কোটি ২৯ লক্ষ টাকার সোনা, রূপো ও হীরে রয়েছে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সম্পত্তির পরিমাণ ৫ কোটি ২১ লক্ষ থেকে বেড়ে ৫ কোটি ৩৩ লক্ষ টাকা হয়েছে। খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান আগে ৫২ লক্ষ টাকার সম্পত্তির কথা জানিয়েছিলেন। এ বার ৩২ লক্ষ টাকা। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সম্পত্তি ১ কোটি ৬০ লক্ষ থেকে হয়েছে ১ কোটি ৫৫ লক্ষ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE