Advertisement
১৭ এপ্রিল ২০২৪
National News

দিল্লি নেমেই দাবি, ‘আমি আইএসআই এজেন্ট’!

দুবাই থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানে দিল্লিতে নেমেই এক ব্যক্তি নিজেকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর এক এজেন্ট বলে দাবি করলেন। তাঁর নাম মহম্মদ আহমেদ শেখ মহম্মদ রফিক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৭ ২০:৫৩
Share: Save:

দুবাই থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানে দিল্লিতে নেমেই এক ব্যক্তি নিজেকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর এক এজেন্ট বলে দাবি করলেন। তাঁর নাম মহম্মদ আহমেদ শেখ মহম্মদ রফিক।

শুক্রবার দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই রফিক ঘোষণা করেন, ‘‘আমি আইএসআইয়ের এক জন এজেন্ট। কিন্তু আমি আর ওই সংগঠনের সঙ্গে থাকতে চাই না। আমি ভারতে থাকতে চাই।’’ বিমানবন্দরের হেল্প ডেস্কের সামনে গিয়ে রফিক তাঁর পাসপোর্টটি দেখান। দেখা যায়, সেটি পাকিস্তানের পাসপোর্ট। রফিক হেল্প ডেস্কের কর্মীদের বলেন, তিনি পাক গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের অনেক গোপন খবরাখবর জানাতে চান।

হেল্প ডেস্কের কর্মীরা সঙ্গে সঙ্গে রফিকের খবর পৌঁছে দেন বিমানবন্দরের নিরাপত্তা অফিসারদের কাছে। সেখানে থেকে খবর পৌঁছয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির কাছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ খবরাখবর নিয়ে জানতে পেরেছেন, ৩৮ বছর বয়সী রফিক দুবাই থেকে দিল্লিতে এসেছেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানে। তাঁর সেখান থেকে যাওয়ার কথা ছিল কাঠমাণ্ডুতে। কিন্তু কাঠমাণ্ডুতে না গিয়ে তিনি বিমানবন্দরের হেল্প ডেস্কের কর্মীদের কাছে আত্মসমর্পণ করেন।

পরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির অফিসাররা তাঁরা কোনও এক অজ্ঞাত জায়গায় নিয়ে যান। রফিকের দাবি যথার্থ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- ‘হ্যালো! আমি আদিত্যনাথ বলছি’, অফিসারদের কাছে ফোন এল বলে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Pakistan ISI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE