Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

শহিদ জওয়ানদের পরিবারকে সাহায্য করে মাও-হুমকির মুখে অক্ষয়-সাইনা

গত ২৪ এপ্রিল ছত্তীসগড়ের সুকমায় মাওবাদীদের হাতে প্রাণ হারিয়েছিলেন ২৫ জন সিআরপিএফ জওয়ান। সে সময় ওই শহিদদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন অক্ষয়-সাইনা।

সাইনা নেওয়াল ও অক্ষয় কুমার।— ফাইল চিত্র।

সাইনা নেওয়াল ও অক্ষয় কুমার।— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ মে ২০১৭ ১৫:৪৬
Share: Save:

সম্প্রতি মাওবাদীদের হাতে নিহত জওয়ানদের আর্থিক সাহায্য করেছিলেন অভিনেতা অক্ষয় কুমার ও ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেওয়াল। আর সে কারণেই এ বার মাওবাদী হুমকির মুখে পড়লেন ওই দুই তারকা। ছত্তীসগড়ের দক্ষিণ বস্তারে কিছু প্যামফ্লেট পাওয়া গিয়েছে। সেখানে অক্ষয় এবং সাইনাকে হুমকির কথা লেখা রয়েছে।

গত ২৪ এপ্রিল ছত্তীসগড়ের সুকমায় মাওবাদীদের হাতে প্রাণ হারিয়েছিলেন ২৫ জন সিআরপিএফ জওয়ান। সে সময় ওই শহিদদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন অক্ষয়-সাইনা। অক্ষয় ৯ লাখ এবং সাইনা ৬ লাখ টাকা তুলে দিয়েছিলেন ওই পরিবারগুলির হাতে। তাঁদের এই সহায়তায় ক্ষুব্ধ মাওবাদীরা।

আরও পড়ুন, ‘নরেন্দ্র মোদীকে চেনেন?’ বিদেশিদের উত্তর শুনলে চমকে যাবেন

উদ্ধার হওয়া প্যামফ্লেটে মাওবাদীদের বার্তা, জওয়ানদের পাশে দাঁড়িয়ে ঠিক করেননি তারকারা। সশস্ত্র বাহিনীর হাতে অত্যাচারিত গরিব মানুষদের কথা তাঁদের আগে ভাবা উচিত ছিল। সিআরপিএফ জওয়ানরা দেশের কাজ করতে গিয়ে মারা যাননি। তাঁরা কিছু রাজনৈতিক দল ও কর্পোরেট হাউসের হয়ে কাজ করতেন।

এ বিষয়ে এক শীর্ষ নিরাপত্তা আধিকারিক বলেন, ‘‘নকশালদের নিজস্ব চেতনা মঞ্চ রয়েছে। ওই প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা মাঝেমধ্যে নিজেদের আদর্শের কথা জানায়। অভিনেতা, শিল্পীদের মতো বিশিষ্টজনেদের সমর্থনও দাবি করে। এ ক্ষেত্রে সেটা হয়নি। সাধারণ মানুষের কাছে তাদের ইমেজের ক্ষতি হয়েছে। ফলে নিজেদের বক্তব্য প্যামফ্লেটে লিখে ছড়িয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE