Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চাকায় সমস্যা, বাতিল বিমান

অল্পের জন্য রক্ষা পেলেন জেট এয়ারওয়েজের কলকাতা-শিলচর বিমানের ৪৭ জন যাত্রী। শিলচর বিমানবন্দর সূত্রে খবর, আজ ভোর ৬টা ৪০ মিনিটে বিমানটি শিলচরে অবতরণ করে।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ০৩:০৯
Share: Save:

অল্পের জন্য রক্ষা পেলেন জেট এয়ারওয়েজের কলকাতা-শিলচর বিমানের ৪৭ জন যাত্রী।

শিলচর বিমানবন্দর সূত্রে খবর, আজ ভোর ৬টা ৪০ মিনিটে বিমানটি শিলচরে অবতরণ করে। তখনই দেখা যায় সেটির চাকার হাওয়া কমে যাচ্ছে। সকাল সাড়ে সাতটায় ওই বিমানেরই শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার কথা ছিল। তা বাতিল করা হয়। শিলচর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তখন অপেক্ষা করছিলেন রাজ্যের কৃষি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রকিবুল হোসেন, কংগ্রেস বিধায়ক সুশান্ত বরঠাকুর। তাঁরা সড়কপথে গুয়াহাটি রওনা হন।

কলকাতা থেকে আসা যাত্রীরা জানিয়েছেন, বিমান থেকে নেমে যাওয়ার পরও তাঁরা কিছু টের পাননি। গুয়াহাটি যাত্রা বাতিল হওয়ায় কেউ কেউ জানতে পারেন— বিমানের চাকায় সমস্যা রয়েছে। এক যাত্রীর মন্তব্য, ‘‘মাঝ-আকাশে চাকার হাওয়া কমে গেলে অবতরণের সময় কী যে হতো!’’ জেট এয়ারওয়েজের শিলচর স্টেশন ম্যানেজার দেবাশিস বরঠাকুর বলেন, ‘‘কোনও সমস্যা ছাড়াই সময়মতো বিমানটি কুম্ভীরগ্রামে অবতরণ করেছিল। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার রুটিন পরিদর্শনে গিয়ে দেখেন, চাকার হাওয়া কমে যাচ্ছে। তার জেরেই বিমানটির গুয়াহাটি যাত্রা বাতিল করা হয়।’’ তিনি জানান, ঘণ্টাখানেকের মধ্যেই বিমানের সমস্যা মিটে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

plan silchar Jet Airways
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE