Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মনমোহনের মৌন-তিরে ক্ষুব্ধ বিজেপি

এক সাক্ষাৎকারে মনমোহন সাম্প্রতিক ধর্ষণের ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘আমাকে দেওয়া তাঁর নিজের উপদেশই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুসরণ করা উচিত। আরও ঘন ঘন তাঁর কথা বলা উচিত।’’

নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৮ ০৪:৩৫
Share: Save:

প্রধানমন্ত্রী হওয়ার আগে দিনরাত মনমোহন সিংহকে ‘মৌনমোহন’ বলে কটাক্ষ করতেন নরেন্দ্র মোদী। সেই মৌন বিশেষণটি আজ মোদীকে ফিরিয়ে দিতেই তেড়েফুঁড়ে উঠল বিজেপি।

এক সাক্ষাৎকারে মনমোহন সাম্প্রতিক ধর্ষণের ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘আমাকে দেওয়া তাঁর নিজের উপদেশই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুসরণ করা উচিত। আরও ঘন ঘন তাঁর কথা বলা উচিত।’’

লন্ডনে মোদীর অনুষ্ঠানের আগেই প্রাক্তন প্রধানমন্ত্রী এমন তির ছোড়ায় গোটা বিজেপি নেতৃত্ব আসরে নেমে পড়েন। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‘মনমোহনজি দয়া করে আপনি নিজের জমানার সঙ্গে মোদীর জমানার তুলনা করবেন না। ধর্ষণের ঘটনাকে অমানবিক ও লজ্জাজনক বলেছেন প্রধানমন্ত্রী মোদী। আর তিনি বললে সেটা শোনা হয়, আর কড়া পদক্ষেপও করা হয়।’’

দেশে ব্যাঙ্কের হাল নিয়ে মনমোহনের কটাক্ষের মোকাবিলা করতে বিজেপি ব্যক্তিগত আক্রমণেও নামে। বিজেপি বলে, মনমোহন সিংহ ১৯৭২ সাল থেকে অর্থমন্ত্রীর মুখ্য আর্থিক উপদেষ্টা থেকে অর্থসচিব, যোজনা কমিশন, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। তার পরেও ব্যাঙ্কের হালের জন্য দায় চাপাচ্ছেন মোদীকে! কংগ্রেস অবশ্য মনমোহনের পাশে। তাদের কথায়, মনমোহন যথার্থই বলেছেন— এখন ব্যাঙ্কে টাকা না-রাখলে নরেন্দ্র মোদীর থেকে রেহাই নেই, আর রাখলে নীরব মোদীর থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE