Advertisement
২৪ এপ্রিল ২০২৪

উপরাষ্ট্রপতি প্রার্থী বেঙ্কাইয়া

আজ রাষ্ট্রপতি নির্বাচন পর্ব মেটার পরে সন্ধ্যায় বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক বসে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। সেখানেই উপরাষ্ট্রপতি পদে প্রার্থী পদে বেঙ্কাইয়ার নাম চূড়ান্ত হয়। ফলে লড়াই এখন বেঙ্কাইয়া বনাম গোপালকৃষ্ণ গাঁধীর। দু’জনেই কাল শেষ দিনে মনোনয়ন পেশ করবেন।

বেঙ্কাইয়া নায়ডু

বেঙ্কাইয়া নায়ডু

দিগন্ত বন্দ্যোপাধ্যায়
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৭ ০৪:০৬
Share: Save:

উষাপতিই হচ্ছেন উপরাষ্ট্রপতি!

রাষ্ট্রপতি ভোটের সময়ই জল্পনায় ছিল তাঁর নাম। বেঙ্কাইয়া নায়ডু তখন বলেছিলেন, ‘‘আমি শুধুই উষাপতি!’’ বেঙ্কাইয়ার স্ত্রীর নাম উষা।

আজ রাষ্ট্রপতি নির্বাচন পর্ব মেটার পরে সন্ধ্যায় বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক বসে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। সেখানেই উপরাষ্ট্রপতি পদে প্রার্থী পদে বেঙ্কাইয়ার নাম চূড়ান্ত হয়। ফলে লড়াই এখন বেঙ্কাইয়া বনাম গোপালকৃষ্ণ গাঁধীর। দু’জনেই কাল শেষ দিনে মনোনয়ন পেশ করবেন। তবে রাষ্ট্রপতি ভোটের মতো সংখ্যার বিচারে এ ক্ষেত্রেও বেঙ্কাইয়ার জয় শুধু সময়ের অপেক্ষা।

আজ সকালেই প্রধানমন্ত্রী বেঙ্কাইয়াকে ডেকে জানিয়ে দেন, তিনিই প্রার্থী হচ্ছেন। রাজ্যসভা সুষ্ঠু ভাবে চালাতে পারবেন, আর সব দলে গ্রহণযোগ্যতা রয়েছে— এই শর্তেই উঠেছে তাঁর নাম। সামনের বছরে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছবে শাসক গোষ্ঠী। ফলে দলের ভাবধারার এক জন চাই। তার পর সংসদ ভবনে বসে বেঙ্কাইয়া ঘনিষ্ঠ মহলে জানিয়ে দেন, অমিত শাহ এই প্রস্তাব দেওয়ার পর তিনি খুব বেশি আগ্রহী হননি। উপরাষ্ট্রপতি হওয়ার বদলে সংগঠনের কাজই তাঁর পছন্দ। কিন্তু অমিত শাহ তাঁকে বলেন— প্রধানমন্ত্রীর সামনে যেন আপত্তির কথা না বলেন।

দলিত প্রতিনিধি রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি প্রার্থী করার পরে এই ওবিসি নেতাকে উপরাষ্ট্রপতি করে আসলে দক্ষিণের ভিত মজবুত করতে চাইছেন মোদী-শাহ। রাতে তাঁর নাম ঘোষণার সময় অমিত বলেন, কৃষক পরিবারে জন্ম নিয়ে যৌবনে আরএসএসের সঙ্গে যুক্ত হওয়ার পরে প্রথমে ছাত্র সংগঠন, দু’বার দলের সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, চার বার রাজ্যসভার সদস্য থেকেছেন বেঙ্কাইয়া।

শরিক দলগুলিও বেঙ্কাইয়ার নামে রাজি। বিরোধীরা আগে প্রার্থী দেওয়ায় তাদের সঙ্গে কথা বলার প্রয়োজনই নেই।

মনোহর পর্রীকরের পর পূর্ণ সময়ের প্রতিরক্ষামন্ত্রী নেই, অনিল দাভের মৃত্যুর পর পরিবেশমন্ত্রী নেই, বেঙ্কাইয়ার ইস্তফার পর এ বারে তথ্য ও সম্প্রচার, নগরোন্নয়নও ফাঁকা হচ্ছে। ফলে সংসদের অধিবেশনের পর মন্ত্রিসভার রদবদল অবশ্যম্ভাবী হয়ে উঠল। রাষ্ট্রপতি নির্বাচনের সময় সুষমাকে মোদী প্রার্থী করেননি এই বলে যে, মন্ত্রিসভা থেকে কাউকে ছাড়তে পারবেন না।

আজ বেঙ্কাইয়াকে সেই মোদীই বলেন, ‘‘অসুবিধা, জানি। কিন্তু নতুন কাউকে খুঁজতে হবে।’’ বেঙ্কাইয়ার বিশ্বাস, মোদী ফের ক্ষমতায় ফিরবেন। ‘মোদী’কে যে ভাবে তিনি ‘মেকিং অফ ডেভেলপ্ড ইন্ডিয়া’ বলেছিলেন, সেটি সার্থক হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE