Advertisement
২০ এপ্রিল ২০২৪

কমলাক্ষের ক্ষোভ

দু’বছর ধরে ‘মোটর ভেহিক্‌ল ইনস্পেক্টর’ নেই করিমগঞ্জের ডিটিও অফিসে। তাই ওই দফতর বন্ধ করে দেওয়ার দাবি জানালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি করিমগঞ্জের ডিটিও জি কে গগৈয়ের সামনেই অসমের পরিবহণ বিভাগের সচিবকে এ কথা বলেন।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৭ ০৩:০৩
Share: Save:

দু’বছর ধরে ‘মোটর ভেহিক্‌ল ইনস্পেক্টর’ নেই করিমগঞ্জের ডিটিও অফিসে। তাই ওই দফতর বন্ধ করে দেওয়ার দাবি জানালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি করিমগঞ্জের ডিটিও জি কে গগৈয়ের সামনেই অসমের পরিবহণ বিভাগের সচিবকে এ কথা বলেন।

স্থায়ী আধিকারিক না থাকায় সমস্যা বাড়ছে। তার জেরে কার্যত অচল ওই দফতরও। গাড়ির হালহকিকৎ থেকে রেজিস্ট্রেশন— সব কিছু পরীক্ষা করে রিপোর্ট দিতে হয় এমভিআই-কেই। তেমন কেউ না থাকায় করিমগঞ্জে কয়েক মাস ধরে ওই সংক্রান্ত কাজকর্ম থম্‌কে রয়েছে।

আজ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ করিমগঞ্জের ডিটিও অফিসে যান। ডিটিও-র সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন। পরে সেখানে বসেই বিধায়ক অসমের পরিবহন বিভাগের সচিব ও যুগ্মসচিবের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের জানান, বছরের পর বছর ধরে করিমগঞ্জের স্থায়ী কোনও এমভিআই নেই। তাই জেলায় ওই কার্যালয় বন্ধ করে দেওয়া হোক। কংগ্রেস বিধায়ক জানান, কোনও এমভিআই করিমগঞ্জে আসতে চান না। কাউকে এই জেলায় বদলি করা হলেও, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তা বাতিল করে দেওয়া হয়। তিন দিনের মধ্যে করিমগঞ্জে এমভিআই নিয়োগ না করা হলে আন্দোলনের হুমকি দেন কমলাক্ষবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Agitation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE