Advertisement
২৫ এপ্রিল ২০২৪

‘রেনবো’র কর্ণধার খুন, নিহত আততায়ীও

গণপিটুনিতে গুরুতর জখম আততায়ী কুনালকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে ধানবাদের ভওরা এলাকায়। ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গে আবাসন, হোটেল রয়েছে রেনবো সংস্থার।

নিজস্ব সংবাদদাতা
রাঁচী শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৭ ০৩:৩৫
Share: Save:

রেনবো সংস্থার চেয়ারম্যান ধীরেন রাওয়ানিকে গুলি করে খুন করল তাঁরই ভাইপো। গণপিটুনিতে গুরুতর জখম আততায়ী কুনালকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে ধানবাদের ভওরা এলাকায়। ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গে আবাসন, হোটেল রয়েছে রেনবো সংস্থার।

পুলিশ জানিয়েছে, ধানবাদ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে ঝরিয়ার ভওরায় ধীরেনবাবুর পৈতৃক বাড়ি। মনসা পুজোর জন্য গত কাল সেখানে গিয়েছিলেন ওই ব্যবসায়ী। রাস্তায় দাঁড়িয়ে পড়শিদের সঙ্গে কথা বলছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা একটি মোটরসাইকেল সেখানে আসে ধীরেনবাবুর তুতো ভাই শঙ্কর রাওয়ানির ছেলে কুনাল। কেউ কিছু বোঝার আগেই পিস্তল বের করে ধীরেনবাবুকে পরপর দু’টি গুলি করে সে। রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে কুনাল। এলাকার লোকজন তাকে ধরে ফেলেন। শুরু হয় গণপিটুনি। ধীরেনবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম কুনালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানেই তার মৃত্যু হয়। ধানবাদের এসএসপি মনোজরতন চৌথে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অনুমান, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই ধীরেনবাবুকে খুন করা হয়েছে। তদন্ত চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dhiren Rawani Murder Rainbow Group
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE