Advertisement
১৯ এপ্রিল ২০২৪

স্টিয়ারিং হাতে ‘বস’ বাড়াবেন নতুন মুখ

গত কালই সনিয়া গাঁধীর ওয়ার্কিং কমিটি ভেঙে দিয়েছেন কংগ্রেস সভাপতি। তার জায়গায় তৈরি করেছেন একটি সাময়িক ‘স্টিয়ারিং কমিটি’। এআইসিসি দফতরে আজ ছিল তারই বৈঠক। সেখানেই স্থির হয়, মার্চের ১৬-১৮ তারিখে দিল্লিতে হবে পূর্ণাঙ্গ অধিবেশন।

মুখোমুখি: স্টিয়ারিং কমিটির বৈঠকে সনিয়া গাঁধীর সঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল। শনিবার দিল্লিতে। ছবি: পিটিআই।

মুখোমুখি: স্টিয়ারিং কমিটির বৈঠকে সনিয়া গাঁধীর সঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল। শনিবার দিল্লিতে। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৩৭
Share: Save:

দশ জনপথ থেকে পাশের বাড়ি ২৪ আকবর রোডে ঢোকার সময় ‘বস’ রাহুল গাঁধীর জন্য অপেক্ষা করে থাকলেন সনিয়া গাঁধী। বৈঠক শুরু হতেই বাকিদের দেখে হেসে বললেন, ‘‘অনেক পুরনো মুখ!’’ এ কথার সূত্র ধরেই রাহুল জানালেন, নতুন টিমে আরও যুব মুখ আসবে। অভিজ্ঞ প্রবীণ ও যুবকদের শক্তি-স্ফূর্তির মিশেলেই হবে নতুন কমিটি।

গত কালই সনিয়া গাঁধীর ওয়ার্কিং কমিটি ভেঙে দিয়েছেন কংগ্রেস সভাপতি। তার জায়গায় তৈরি করেছেন একটি সাময়িক ‘স্টিয়ারিং কমিটি’। এআইসিসি দফতরে আজ ছিল তারই বৈঠক। সেখানেই স্থির হয়, মার্চের ১৬-১৮ তারিখে দিল্লিতে হবে পূর্ণাঙ্গ অধিবেশন। সেখানে যেমন রাহুলের সভাপতিত্বে সিলমোহর বসবে, তেমনই তৈরি হবে রাহুলের নতুন টিমও। তার আগে কংগ্রেসের নতুন সভাপতি বুঝিয়ে দিলেন, এখন নতুন কমিটি আরও ঝকঝকে করাই তাঁর লক্ষ্য।

কংগ্রেস সূত্রের খবর, রাহুলের ভাবনা নতুন কমিটিতে ৪০ শতাংশ যুব মুখকে সামিল করা। যে প্রবীণেরা বাদ পড়বেন, তাঁদেরও অন্য ভাবে কাজে লাগানো হবে। এরই পাশাপাশি ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। ২০ শতাংশের মতো তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য।

কংগ্রেসের এক প্রবীণ নেতা বললেন, ‘‘রাহুল সকলের উপযোগিতা জানেন। কাকে কী ভাবে সব থেকে সেরা উপায়ে ব্যবহার করা যায়, সেটি বুঝেই দায়িত্ব ভাগ করবেন।’’ তাঁর সভাপতিত্বে প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে দেশের বেকারি, যুবকদের অসন্তোষ, কৃষি সঙ্কট, কৃষক-খেতমজুরদের প্রয়োজনীয় অধিকারগুলি দেওয়া আর আদর্শগত লড়াইয়ের মতো বিষয় চিহ্নিত করে আলোচনার নির্দেশ দিয়েছেন রাহুল।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘‘এক নতুন দৃষ্টি, ভাবনা ও পথ নিয়ে চলার পরামর্শ দিয়েছেন সভাপতি।’’

প্রশ্ন উঠেছে, নতুন টিম গঠনের সময়েও কি রাহুল গাঁধী বাছাই করবেন নাকি নির্বাচন করবেন? রণদীপের জবাব, ‘‘এখনও পর্যন্ত কংগ্রেসের ইতিহাসে ওয়ার্কিং কমিটি গঠনে মাত্র পাঁচ বার নির্বাচন হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE