Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রাহুলের দরবারে স্বাগত ‘আম’রাই

মোদীর এই ‘আলিঙ্গন-কূটনীতি’কে টুইটে কটাক্ষ করে রাহুল আজ ছন্দ মিলিয়ে লিখেছেন, ‘‘নিজেকেই যিনি এত ‘আম’ বলেন, শুধু ‘খাস’দেরই আলিঙ্গন তাঁর কাজ। মোদীজি, এমন কী ‘মজবুরি’, কৃষক, শ্রমিক, সেনাদেরও আলিঙ্গন করা জরুরি।’’

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৮ ০২:৫১
Share: Save:

নরেন্দ্র মোদীর ‘খাস’ লোকদের আলিঙ্গনের জবাবে এ বারে ‘আম’দের নিয়ে ফি-হপ্তায় দরবারে বসবেন রাহুল গাঁধী।

বিভিন্ন রাষ্ট্রপ্রধানের আলিঙ্গন প্রসঙ্গে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তিনি এক জন ‘আম নাগরিক’। প্রোটোকল জানেন না। তাই সকলের সঙ্গে সহজ ভাবে মেশেন। মোদীর এই ‘আলিঙ্গন-কূটনীতি’কে টুইটে কটাক্ষ করে রাহুল আজ ছন্দ মিলিয়ে লিখেছেন, ‘‘নিজেকেই যিনি এত ‘আম’ বলেন, শুধু ‘খাস’দেরই আলিঙ্গন তাঁর কাজ। মোদীজি, এমন কী ‘মজবুরি’, কৃষক, শ্রমিক, সেনাদেরও আলিঙ্গন করা জরুরি।’’ শুধু খোঁচা দিয়েই থামছেন না রাহুল। কংগ্রেস সূত্রের খবর, দিল্লিতে থাকলে প্রতি শনিবার ২৪ আকবর রোডে দলের সদর দফতর আম জনতার জন্য খুলে দেবেন রাহুল গাঁধী। সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা করবেন সকলের সঙ্গে। খুব শীঘ্রই এটা চালু হবে এই দরবার। বেশি করে মিশবেন আম জনতার সঙ্গে, তবে খাসরাও ব্রাত্য নন রাহুলের কাছে। নিজেই টুইটারে ছবি দিয়ে জানিয়েছেন, আজ অস্ট্রেলীয় সেনেটের বিরোধী নেতা পেনি ওয়ং এবং সে দেশের হাইকমিশনার হরিন্দার সিধুর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হল।

সভাপতি হওয়ার আগেই দলের নেতাদের রাহুল জানিয়ে দিয়েছিলেন, তুঘলক রোডের বাসভবনের বদলে এআইসিসি দফতরে বেশি সময় দেবেন তিনি। দলের নেতারা প্রস্তাব দিয়েছেন, সপ্তাহে অন্তত দু’দিন সদর দফতরে এসেও নেতাদের সঙ্গে বৈঠক করুন তিনি। প্রাথমিক ভাবে স্থির হয়েছে, মঙ্গল ও শুক্রবার তিনি সদর দফতরে এসে দলের বৈঠক করবেন। তবে রাহুল নিজে বেশি জোর দিচ্ছেন সাধারণ নাগরিক ও কর্মীদের সঙ্গে দেখা করার উপরে। সম্প্রতি নিজের নির্বাচনী কেন্দ্র অমেঠীতে গিয়েও জনতা দরবার করে এসেছেন রাহুল। সনিয়া গাঁধীও অতীতে রায়বরেলীতে নিয়মিত জনতার দরবার করতেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE