Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নীতীশের সঙ্গে বৈঠক চান রাহুল

উপ-রাষ্ট্রপতি ভোটে প্রার্থী দেওয়া নিয়ে বিরোধীরা ১১ জুলাই এমনিতেই বৈঠক ডেকেছে। রাহুল চান, সেদিনই নীতীশ এলে তাঁর সঙ্গে আলাদা কথা বলতে।

রাহুল গাঁধী।ছবি: পিটিআই।

রাহুল গাঁধী।ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৭ ০৩:০০
Share: Save:

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাইয়ের আগেই নীতীশ কুমারের সঙ্গে আলোচনায় বসতে চান রাহুল গাঁধী।

কংগ্রেস সূত্রের মতে, উপ-রাষ্ট্রপতি ভোটে প্রার্থী দেওয়া নিয়ে বিরোধীরা ১১ জুলাই এমনিতেই বৈঠক ডেকেছে। রাহুল চান, সেদিনই নীতীশ এলে তাঁর সঙ্গে আলাদা কথা বলতে। অথবা নীতীশের সুবিধে অনুযায়ী অন্য সময়ে বৈঠক করতে। জেডিইউ নেতা কে সি ত্যাগী অবশ্য আজ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনটি ব্যতিক্রম ছিল। উপ-রাষ্ট্রপতি ভোটে বিরোধীরা আমন্ত্রণ জানালে দল যাবে। তবে কংগ্রেসের রাষ্ট্রপতি পদপ্রার্থী মীরা কুমার পটনা যাওয়ার আগেই রাজগীরে চলে গিয়েছেন নীতীশ।

বিরোধীদের একাংশের মতে, রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেসের প্রার্থীকে বাকি বিরোধী দল মেনে নিয়েছে। তাই উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী অন্য বিরোধী দল থেকে বাছা হোক। এমনিতেই সরকারের কাছে প্রয়োজনীয় সংখ্যা আছে। কিন্তু প্রতীকী লড়াইটি রাষ্ট্রপতি ভোটের মতোই জোরালো ভাবে হোক। দেখেশুনে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুর কটাক্ষ, ‘‘যাদের মধ্যে মতের মিলই নেই তাদের আবার ঐক্য কীসের?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE