Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Rail Strike

বড়োল্যান্ডের দাবিতে রেল অবরোধ অসমে, বাতিল ১০ ট্রেন, থমকে বহু

মোট আটকে পড়া ট্রেনের সংখ্যা ২০টি। এ ছাড়া ১০টি ট্রেনকে বাতিল করা হয়।

চলছে রেল অবরোধ ।— ছবি: পীতাম্বর নেয়ার।

চলছে রেল অবরোধ ।— ছবি: পীতাম্বর নেয়ার।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৭ ১৭:০৬
Share: Save:

বন্যায় ট্রেন বন্ধ থাকার হরয়ানির ধাক্কা না কাটতেই অবরোধের ধাক্কায় ফের থমকে গেল উত্তর-পূর্ব সীমান্ত রেলের ২০টি ট্রেনের চলাচল। পৃথক বড়ো রাজ্যের দাবিতে আজ ভোর পাঁচটা থেকে রেল অবরোধ শুরু করেছ বড়া ছাত্র সংগঠন আবসু। একই সঙ্গে আলিপুরদুয়ার ডিভিশনের কোকরাঝাড় ও রঙিয়া ডিভিশনের ঢেকিয়াজুলি স্টেশনে অবরোধে সামিল হন দশ হাজারের বেশি আবসু সমর্থক। আবসুর বক্তব্য আলোচনার নামে কয়েক দশক ধরে রাজ্য ও কেন্দ্র সরকার বড়ো সংগঠনগুলির সঙ্গে প্রতারণা করছে। পৃথক রাজ্য গঠনের দাবি ন্যায্য। অবিলম্বে এ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। অবরোধের জেরে হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ারে, নয়াদিল্লি-গুয়াহাটি পূর্বোত্তর সম্পর্কক্রান্তি নিউ কোচবিহার স্টেশনে, গাঁধীধাম –কামাখ্যা এক্সপ্রেস নিউ কোচবিহারে, শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ বঙাইগাঁও, অবধ-অসম এক্সপ্রেস বিজনি, নয়াদিল্লী গামী রাজনাধী এক্সপ্রেস রঙিয়া, হাওড়াগামী কামরূপ এক্সপ্রেস গুয়াহাটি, গুয়াহাটি-বেঙালুরু এক্সপ্রেস রঙিয়া, ডিব্রুগড়-দিল্লি রাজধানী এক্সপ্রেস গুয়াহাটি, ব্রহ্মপুত্র মেল লামডিং, ডিব্রুগড়মুখী কামরূপ এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি, ডিব্রুগড়মুখী ব্রহ্মপুত্র মেল নিউ জলপাইগুড়ি স্টেশনে আটকে পড়ে। মোট আটকে পড়া ট্রেনের সংখ্যা ২০টি।

আরও পড়ুন: বিজেপি অফিসে সিপিএম বিক্ষোভ

এ ছাড়া ১০টি ট্রেনকে বাতিল করা হয়। সেগুলি হল আপ ও ডাউন নিউ জলপাইগুড়ি-নিউ বঙাইগাঁও, রঙিয়া-নিউ জলপাইগুড়ি, কামাখ্যা-আলিপুরদুয়ার ইন্টারসিটি আপ ও ডাউন, লামডিং-আলিপুরদুয়ার ইন্টারসিটি ও আপ-ডাউন গুয়াহাটি-নিউ বঙাইগাঁও স্পেশ্যাল। রাজ্য সরকারের তরফে বড়োল্যান্ডের দাবি বিবেচনার আশ্বাস পেয়ে বিকেলে অবরোধ ওঠে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rail Strike Assam Boroland
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE