Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National News

তামিলনাড়ুতে রজনীকান্তকে ঘিরে স্বপ্ন দেখছে বিজেপি, মানলেন অমিত শাহ

রজনীকান্ত বিজেপিতে যোগ দিলে তামিল রাজনীতিতে শক্ত জমি পাবে বিজেপি। বুধবার এক সর্বভারতীয় চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি স্বীকার করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গত রবিবারই চেন্নাইয়ে এক জনসভায় শাহ বলেছিলেন, ‘রজনীকান্তকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদসংস্থা
শেষ আপডেট: ২৪ মে ২০১৭ ১৪:৩৩
Share: Save:

রজনীকান্ত বিজেপিতে যোগ দিলে তামিল রাজনীতিতে শক্ত জমি পাবে বিজেপি। বুধবার এক সর্বভারতীয় চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি স্বীকার করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গত রবিবারই চেন্নাইয়ে এক জনসভায় শাহ বলেছিলেন, ‘রজনীকান্তকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই।’ আর এদিন আরও এক পা এগিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতির মন্তব্য জল্পনা আরও বাড়িয়েছে। তামিল-রাজনীতির ঘোলাজলে বেশ কিছু দিন ধরেই তাঁর যোগ দেওয়ার আভাস মিলছিল। দিন কয়েক আগেই নিজেই জল্পনা বাড়িয়ে দিয়েছিলেন ‘থালাইভা’ রজনীকান্ত। ইঙ্গিত দিয়েছিলেন সক্রিয় রাজনীতিতে যোগদানের।

রজনীকান্তের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা বেড়ে যায় দিন দুয়েক আগে। একদিকে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গড়করি দাবি করেছিলেন, বিজেপিই তামিল নায়কের আর্দশ জায়গা। আর চেন্নাইয়ে জনসভা থেকে অমিত শাহ রজনীকান্তকে স্বাগত জানানোর কথা বলেছিলেন। এদিন সর্বভারতীয় চ্যনেলের সাক্ষাৎকারে অমিত শাহ ফের বলেন, ‘‘যে কোনও ভাল-সৎ ব্যক্তিকেই আমরা দলে স্বাগত জানাতে প্রস্তুত। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রজনীকান্তজি। তিনি দলে এলে তামিলনাড়ুতে শক্তি বাড়বে বিজেপির।’’

আরও পড়ুন

চিনকে রুখতে ভারতের বাজি ‘ফ্রিডম করিডর’, পাশে আফ্রিকা

জয়ললিতার মৃত্যুর পর থেকেই দক্ষিণী রাজনীতি নতুন সমীকরণের ইঙ্গিত মিলছিল। এডিএমকে শিবিরে ভাঙন যত তীব্র হয়েছে, ততই বিকল্প রাজনৈতিক দলের উত্থানের জল্পনা মাথাচাড়া দিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এই সুযোগে করুণানিধির ডিএমকে নিজেদের জমি আরও কিছুটা মজবুত করতে পারবে। কিন্তু, বাস্তব ছবিটা অনেকটাই আলাদা। বরং, তামিল রাজনীতির এই দোলাচলে সুযোগ ছাড়তে রাজি নয় বিজেপি। তার উপরে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য বাড়তি অক্সিজেন জুগিয়েছে গেরুয়া শিবিরকে। তাই এখন থেকেই ২০২১ এর তামিলনাড়ু বিধানসভা ভোটকে পাখির চোখ করতে চাইছেন মোদী-অমিত শাহরা।

স্বচ্ছ ভাবমূর্তির রজনীকান্ত সব সময়েই তামিলনাড়ুর আমজনতার নয়নের মনি। এবার তাই এই দক্ষিণী ছবির নায়ককেই দাবার চাল হিসাবে ব্যবহার করতে চাইছেন অমিত শাহ। কেন্দ্রে মোদী সরকারের তিন বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত নানা কর্মসূচির ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তামিলনাড়ু এবং পশ্চিবঙ্গকে। দলের শীর্ষ নেতৃত্বকেই এই দুই রাজ্যে প্রচারের দায়িত্বে নিয়োগ করা হয়েছে। রজনীকান্তকে নিয়ে অমিত শাহের এ দিনের মন্তব্য রাজনৈতিকভাবে অন্য মাত্রা পেতে শুরু করেছে। রাজনৈতিক মহলের ধারণা, রজনীকান্ততে দলে এনে তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবেই তুলে ধরতে পারে বিজেপি। কারণ, তামিলনাড়ু ভোটের আগেই ২০১৯-এ লোকসভা নির্বাচন। রজনীকান্তের মতো দক্ষিণী সুপারস্টারকে ভোটের ময়দানে পেলে তামিল রাজনীতিতে নগন্য ভূমিকায় থাকা বিজেপি যে সেখানে অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে এ নিয়ে কারওরই সন্দেহ নেই। কিন্তু শেষ পর্যন্ত রজনী কী করেন, সে দিকে তাকিয়ে সবাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Rajinikanth Amit Shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE