Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

মুখ্যসচিব ‘হেনস্থা’: দিল্লির উপরাজ্যপালের রিপোর্ট চাইলেন রাজনাথ

মঙ্গলবার আইএএস আধিকারিকদের প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করে এবং দিল্লির মুখ্যসচিবের সঙ্গে কী ঘটেছে, সে সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রীকে অবহিত করে। রাজনাথ জানান, যা ঘটেছে, তাতে তিনি অত্যন্ত ব্যাথিত।

রাজনাথ জানান, যা ঘটেছে, তাতে তিনি অত্যন্ত ব্যাথিত। ফাইল চিত্র।

রাজনাথ জানান, যা ঘটেছে, তাতে তিনি অত্যন্ত ব্যাথিত। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৫৯
Share: Save:

দিল্লির মুখ্যসচিবকে হেনস্থা করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তাতে উদ্বেগ প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ জানালেন, দিল্লি সরকারের মুখ্যসচিবের সঙ্গে যে ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে, তাতে তিনি গভীর ভাবে ব্যথিত। দিল্লির উপরাজ্যপালের কাছ থেকে তিনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বলেও জানিয়েছেন রাজনাথ।

মঙ্গলবার আইএএস আধিকারিকদের প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করে এবং দিল্লির মুখ্যসচিবের সঙ্গে কী ঘটেছে, সে সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রীকে অবহিত করে। রাজনাথ জানান, যা ঘটেছে, তাতে তিনি অত্যন্ত ব্যাথিত। টুইটারে তিনি লেখেন, ‘‘প্রশাসনিক কর্তাদের নির্ভয়ে এবং আত্মমর্যাদার সঙ্গে কাজ করতে দেওয়া উচিত।’’

সোমবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল নিজের বাসভবনে একটি বৈঠক ডাকেন। সেই বৈঠকেই আম আদমি পার্টির (আপ) বিধায়করা দিল্লির মুখ্যসচিবকে শারীরিক ভাবে নিগ্রহ করেন বলে অভিযোগ। এই গুরুতর অভিযোগ ওঠার পর সরব হয়েছে আইএএস আধিকারিকদের সংগঠন। সরব হয়েছেন দিল্লি সরকারের অন্যান্য স্তরের কর্মীরাও, তাঁরা ধর্মঘট শুরু করেছেন। অভিযুক্ত বিধায়কদের বিরুদ্ধে পদক্ষেপ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: কেজরীবালের বাড়িতে মুখ্যসচিবকে মারধর! অস্বীকার আপের

আরও পড়ুন: এই হোটেলে থাকতে পারলেন না মোদী!

আপের তরফে মুখ্যসচিবকে হেনস্থার অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করা হচ্ছে। মুখ্যসচিবই আপ বিধায়কদের উদ্দেশে কটূক্তি করেছিলেন বলে দিল্লির শাসক দলের তরফে দাবি করা হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ মঙ্গলবার বেশ স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন যে, এই বিতর্কে তিনি মুখ্যসচিব অংশু প্রকাশের পাশেই দাঁড়াবেন। টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘‘কী ঘটেছিল, তা জানতে দিল্লির উপরাজ্যপালের কাছ থেকে রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সুবিচারই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE