Advertisement
২০ এপ্রিল ২০২৪
Dokalm Stands-off

কথা বলে বিরোধ মেটাও, ভারত-চিন দু’পক্ষকেই পেন্টাগনের বার্তা

মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র গ্রে রস শনিবার এক বিবৃতিতে বলেছেন, ‘ভারত-চিন দু’দেশকেই আলোচনায় বসার ব্যাপারে আগ্রহী হতে হবে। জোরাজুরির অবস্থান নেওয়াটা ঠিক নয়। তাতে পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক হবে না।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ জুলাই ২০১৭ ১৭:৫৭
Share: Save:

ভারত-চিন সম্পর্ক নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। গত দেড় মাস ধরে সিকিম সীমান্তের ডোকা লা-য় মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দু’দেশেরই সেনা। এ বার সেই উত্তেজনা কমাতে মাঠে নামল আমেরিকা। ডোকা লা নিয়ে দু’দেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পেন্টাগনের বার্তা, দ্রুত পরিস্থিতি সামাল দিক ভারত-চিন। পেন্টাগনের মতে, পেশী শক্তি দেখানোর জায়গা থেকে সরে এসে, উত্তেজনা কমাতে, আলোচনাই একমাত্র রাস্তা। এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমস্যা মিটিয়ে ফেলা উচিত।

মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র গ্রে রস শনিবার এক বিবৃতিতে বলেছেন, ‘ভারত-চিন দু’দেশকেই আলোচনায় বসার ব্যাপারে আগ্রহী হতে হবে। জোরাজুরির অবস্থান নেওয়াটা ঠিক নয়। তাতে পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক হবে না।’ এ বিষয়ে দু’দেশকেই আলাদা ভাবে পরামর্শ দেওয়া হয়েছে বলে গ্রে জানিয়েছেন। তবে, এর বেশি তিনি কোনও মন্তব্য করতে চাননি। ভারত-চিন পরবর্তী পদক্ষেপ কী নিতে পারে সে বিষয়ে গ্রে বলেন, সেটা ওই দু’দেশেরই ব্যাপার।

আরও পড়ুন: ভারতে তৈরি বফর্স কামানে সস্তার চিনা মাল! মামলা সিবিআইয়ের

তবে, আমেরিকা পরামর্শ দেওয়ার আগেই ভারত চিনের মধ্যে মুখোমুখি কথাবার্তার সম্ভাবনা তৈরি হয়েছে। এ মাসের শেষে ব্রিকস গোষ্ঠীর সম্মেলনে যোগ দিতে বেজিং যাবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেখানে দ্বিপাক্ষিক বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের তাপমাত্রা কমতে পারে বলে আশা। তেমনটা ঘটলে ডোকা লা-তেও তার ছাপ পড়বে। পাশাপাশি, বেজিঙ-ও নয়াদিল্লির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ঠিক রাখতে আগ্রহী। চিনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস-এর একটি নিবন্ধে তেমন দাবি-ই করা হয়েছে। বলা হয়েছে, ডোকা লা সীমান্তের উত্তাপ ভারত-চিন বাণিজ্যিক লেনদেনের ক্ষতি করছে।

দু’দেশের মধ্যে সম্পর্কের এই ভালমন্দ টানাপড়েনের মধ্যেই এল মার্কিন পরামর্শ। শান্তির পরিবেশ তৈরির ক্ষেত্রে এটাকে ইতিবাচক বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE