Advertisement
১৭ এপ্রিল ২০২৪

দল বদলিয়েই রাহুলকে তোপ

বিজেপিতে যোগ দিলেন উত্তরপ্রদেশের এক সময়ের প্রভাবশালী নেতা হেমবতীনন্দন বহুগুণার মেয়ে কংগ্রেস মুখপাত্র রীতা বহুগুণা জোশী। সভাপতি অমিত শাহের উপস্থিতিতে নতুন দলে যোগ দিয়ে রাহুল গাঁধীকে যে ভাষায় আক্রমণ করলেন রীতা, কংগ্রেসে থাকাকালীন নরেন্দ্র মোদীকে বোধ হয় এতটা বেঁধেননি কখনও।

বিজেপিতে যোগ দিলেন রীতা বহুগুণা জোশী। তাঁকে স্বাগত জানাচ্ছেন অমিত শাহ। বৃহস্পতিবার। ছবি: পিটিআই।

বিজেপিতে যোগ দিলেন রীতা বহুগুণা জোশী। তাঁকে স্বাগত জানাচ্ছেন অমিত শাহ। বৃহস্পতিবার। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৬ ০৩:৪৫
Share: Save:

বিজেপিতে যোগ দিলেন উত্তরপ্রদেশের এক সময়ের প্রভাবশালী নেতা হেমবতীনন্দন বহুগুণার মেয়ে কংগ্রেস মুখপাত্র রীতা বহুগুণা জোশী। সভাপতি অমিত শাহের উপস্থিতিতে নতুন দলে যোগ দিয়ে রাহুল গাঁধীকে যে ভাষায় আক্রমণ করলেন রীতা, কংগ্রেসে থাকাকালীন নরেন্দ্র মোদীকে বোধ হয় এতটা বেঁধেননি কখনও।

ভারতের রাজনীতিতে নতুন নয়। কিন্তু দু’দশকের বেশি সময় কংগ্রেস, বিশেষ করে সনিয়া গাঁধীর প্রতি আনুগত্য দেখিয়ে আজ নতুন ঠিকানা পেয়ে গর্জে উঠলেন রাহুলের বিরুদ্ধে। প্রশ্ন তোলেন কংগ্রেসের সহ-সভাপতির নেতৃত্ব নিয়ে, উত্তরপ্রদেশের ভোটের মুখে কংগ্রেসের কাছে যা নিঃসন্দেহে বড় ধাক্কা।

রীতা এ দিন বলেন, ‘‘উত্তরপ্রদেশে দলের নেতা-কর্মীরাই রাহুল গাঁধীর নেতৃত্ব মানেন না। আর জাতীয় স্তরে তাঁর নেতৃত্বের কী হাল, সে তো সবারই জানা। তা না-হলে নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিয়ন্ত্রণ রেখার ও পারে সফল সেনা অভিযান নিয়ে ‘রক্তের দালালি’-র মতো কথা কেউ বলতে পারেন?’’ তাঁর অভিযোগ— উত্তরপ্রদেশে দল চালানোর ঠিকা দিয়ে দেওয়া হয়েছে প্রচার বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরকে। তিনিই এখন সব কলকাঠি নাড়ছেন। রাহুলকে যা খুশি তাই বললেও সনিয়ার প্রতি এখনও সুর নরম রীতার। বলেন, ‘‘সনিয়া গাঁধী সকলের কথা শুনতেন। কিন্তু রাহুল সে সবের ধার ধারেন না। তাঁর নাগালও পাওয়া যায় না!’’

ধাক্কা সামলাতে অবশ্য পাল্টা আক্রমণে নেমেছে কংগ্রেস। উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন, ‘‘আসলে নিরাপদ আসন পাচ্ছিলেন না রীতা। তাই সপা, বসপা ঘুরে বিজেপির কাছে ভিড়েছেন। আগেও তিনি সপা-য় ছিলেন। রাহুল গাঁধীকে গালি দেওয়া তো পালিয়ে যাওয়ার অজুহাত মাত্র।’’ উত্তরপ্রদেশে কংগ্রেসের সভাপতি রাজ বব্বর বলেন, ‘‘এটা বিশ্বাসঘাতকতা। তবে দল বদলানোটা রীতার পারিবারিক ঐতিহ্য।’’ রাজ বলেন— ‘গদ্দারদের ফৌজ’ গড়ছেন অমিত।

কংগ্রেসের সকলেই জানেন, উত্তরপ্রদেশে দলের মুখ্যমন্ত্রী প্রার্থী হতে চেয়েছিলেন ব্রাহ্মণ মুখ রীতা। কিন্তু প্রশান্ত কিশোরের হস্তক্ষেপে দিল্লি থেকে আসা শীলা দীক্ষিতকে মুখ্যমন্ত্রী প্রার্থী করা হতেই বেঁকে বসেন তিনি। এর পর রীতার ভাই উত্তরাখণ্ডের নেতা বিজয় বহুগুণার মাধ্যমে বিজেপি নেতৃত্ব তাঁকে দলে টানতে চেষ্টা করেন। বিজয় বহুগুণাও এখন কংগ্রেস ছেড়ে বিজেপিতে।

রীতার ক্ষোভ দূর করতে তাঁকে উত্তরপ্রদেশের প্রদেশ কমিটিতে রাখা হয়েছিল। রাহুলের যাত্রাতেও সামিল করা হয় তাঁকে। কিন্তু কংগ্রেসে থেকে আর লাভ নেই বুঝেই বিজেপির দিকে পাড়ি দেন রীতা। বিজেপিও এখন উত্তরপ্রদেশের কোর কমিটিতে তাঁকে রেখে প্রচারে বড় দায়িত্ব দিতে চলেছে। কিন্তু তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ করার কথা এখনই ভাবা হচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Congress Rita Bahuguna Joshi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE