Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

পুরীর মন্দিরে মমতাকে ঢুকতে না দেওয়ার হুমকি, আটক সেবাইতদের নেতা

পুরীর জগন্নাথ মন্দিরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ঢুকতে দেওয়া হলে বিক্ষোভ হবে, হুমকি মন্দিরের সেবাইতদের একটি সংগঠনের। গোমাংস খাওয়ার অধিকারের পক্ষে সওয়াল করেছেন মমতা, তাই তাঁকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া যাবে না, বক্তব্য ‘শ্রী জগন্নাথ সেবাইত সম্মিলনী’ নামের সংগঠনটির।

বাংলার মুখ্যমন্ত্রীর পুরী সফর নির্বিঘ্ন রাখতে সব রকমের সতর্কতা নিচ্ছে ওড়িশার প্রশাসন। —ফাইল চিত্র।

বাংলার মুখ্যমন্ত্রীর পুরী সফর নির্বিঘ্ন রাখতে সব রকমের সতর্কতা নিচ্ছে ওড়িশার প্রশাসন। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ১৭:৪৭
Share: Save:

পুরীর জগন্নাথ মন্দিরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ঢুকতে দেওয়া হলে বিক্ষোভ হবে, হুমকি মন্দিরের সেবাইতদের একটি সংগঠনের। গোমাংস খাওয়ার অধিকারের পক্ষে সওয়াল করেছেন মমতা, তাই তাঁকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া যাবে না, বক্তব্য ‘শ্রী জগন্নাথ সেবাইত সম্মিলনী’ নামের সংগঠনটির। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংগঠনের সম্পাদক সোমনাথ খুন্তিয়াকে আটক করেছে ওড়িশার পুলিশ। তৃণমূলের একাংশের অভিযোগ, এই বিক্ষোভের পিছনে বিজেপির হাত রয়েছে। কিন্তু ওড়িশা বিজেপির প্রভাবশালী নেতা তথা দলের সর্বভারতীয় সচিব সুরেশ পূজারী অবশ্য নস্যাৎ করে দিয়েছেন তৃণমূলের অভিযোগ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন দিনের ওড়িশা সফর আজ, মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে। রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় গুরুতর অসুস্থ। ওড়িশার জেল থেকে তাঁকে সেখানকার অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বেশ কিছু দিন আগেই। অসুস্থ সুদীপকে দেখতেই মূলত ওড়িশা সফর মমতার। তবে বুধবার পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার কথাও রয়েছে তাঁর।

বুধবার জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। —ফাইল চিত্র।

মমতা জগন্নাথ মন্দিরে যাবেন জানতে পেরেই বিক্ষোভ শুরু করে শ্রী জগন্নাথ সেবাইত সম্মিলনী। গোমাংস ইস্যুতে যখন দেশজোড়া বিতর্ক চলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কারও খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ না করার পক্ষেই মত দিয়েছেন। সেবাইতদের সংগঠনটির বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান গোমাংস খাওয়ার অধিকারের পক্ষে। তাই মমতাকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া চলবে না বলে সংগঠনটির দাবি। অশান্তি হতে পারে আঁচ করেই বিন্দুমাত্র সময় নষ্ট করেনি পুরীর পুলিশ। সেবাইতদের যে সংগঠনটি বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে, সেই সংগঠনের সম্পাদক সোমনাথ খুন্তিয়াকে আটক করা হয়েছে। মঙ্গলবার পুরীর পুলিশ সুপার সার্থক ষড়ঙ্গী বলেছেন, ‘‘আমরা সোমনাথ খুন্তিয়া নামে এক সেবাইতকে আটক করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর এবং মন্দিরে পুজো দেওয়া নিয়ে তিনি বিতর্কিত কিছু মন্তব্য করেছেন। সতর্কতামূলক ব্যবস্থা নিতেই তাঁকে আটক করা হয়েছে।’’ পুলিশ সুপার আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের একটি বিশেষ দল গত কয়েক দিন ধরে পুরীতে রয়েছে। তাদের সঙ্গে সমন্বয় রেখেই পুরীর পুলিশ কাজ করছে।

আরও পড়ুন: আদিত্যনাথ তালাকে দ্রৌপদী জুড়তেই শুরু বিতর্ক

তৃণমূলের একাংশের দাবি, সেবাইতদের এই বিক্ষোভ কোনও স্বতঃস্ফূর্ত বিক্ষোভ নয়। বিজেপি-ই সেবাইতদের সংগঠনকে দিয়ে বিক্ষোভ করিয়েছে বলে বাংলার শাসক দল মনে করছে।

বিজেপি কিন্তু তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছে। ওড়িশার অন্যতম শীর্ষ বিজেপি নেতা তথা দলের সর্বভারতীয় সচিব সুরেশ পূজারী সেবাইতদের বিক্ষোভের কথা জানেন। তিনি বললেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় গোমাংস খাওয়ার অধিকারের পক্ষে কথা বলেছিলেন, তাই সেবাইতদের একটি সংগঠন তাঁর বিরোধিতা করছে বলে শুনেছি। কিন্তু এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।’’ পূজারীর কথায়, ‘‘ভগবান জগন্নাথ জগতের নাথ। এ জগতের সবাই তাঁর মন্দিরে আসতে পারেন। আর ওড়িশা চিরকালই তার আতিথেয়তার জন্য বিখ্যাত। অতিথি ওড়িশার কাছে দেবতার সমান। মমতা বন্দ্যোপাধ্যায় অতিথি, তাঁকে বাধা দেওয়ার কথা ওড়িশার বিজেপি ভাবছেই না।’’ তা হলে তৃণমূলের একাংশ বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে কেন? সুরেশ পূজারীর ব্যাখ্যা, ‘‘তৃণমূল এখন বিজেপিকে খুব ভয় পাচ্ছে। তাই যেখানে অসুবিধায় পড়ছে, সেখানেই বিজেপির হাত দেখছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE