Advertisement
২৬ এপ্রিল ২০২৪

লালুর পাশে শত্রুঘ্ন-অখিলেশ

বিজেপির বিক্ষুব্ধ সাংসদ শত্রুঘ্নও আঙুল তুলেছেন দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। বিচার ব্যবস্থার প্রতি আস্থা জানালেও রাচীর সিবিআই আদালতের গত কালের রায় নিয়ে অসন্তোষ জানিয়েছেন তিনি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৮ ০২:৪৫
Share: Save:

পশুখাদ্য মামলায় সাড়ে তিন বছর জেল হলেও লালুপ্রসাদের পাশেই রয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ও ‘বিহারিবাবু’ শত্রঘ্ন সিন্হা। অখিলেশের দাবি, লালুপ্রসাদের প্রতি ‘অবিচার’ করেছে বিজেপি। আর বিজেপির বিক্ষুব্ধ সাংসদ শত্রুঘ্নও আঙুল তুলেছেন দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। বিচার ব্যবস্থার প্রতি আস্থা জানালেও রাচীর সিবিআই আদালতের গত কালের রায় নিয়ে অসন্তোষ জানিয়েছেন তিনি। টুইটারে শত্রুঘ্ন লিখেছেন, ‘‘রাজনৈতিক প্রতিশোধ নয়, আমি দৃঢ় ভাবে স্বাস্থ্যকর রাজনীতিতে বিশ্বাস করি। আদালতের রায়ে হতাশ হয়েছি।’’

টুইটের শুরুতেই পটনাসাহিবের সাংসদ শত্রুঘ্ন লিখেছেন, ‘‘কথাগুলি লিখছি ব্যক্তিগত ভাবে ও পারিবারিক বন্ধু হিসেবে। অর্থের বিনিময়ে যাঁরা আক্রমণ শানান (ট্রোলিং করেন) তাঁদের কিংবা সরকারের স্তাবকদের কথায় বিন্দুমাত্র পরোয়া করি না।’’ এর পরেই লালুর নাম না করে শত্রুঘ্ন লেখেন, তিনি ক্ষুব্ধ। শাস্তির পরিমাণ আরও কম হতে পারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shatrughan Sinha Lalu Prasad Yadav Akhilesh Yadav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE