Advertisement
১৬ এপ্রিল ২০২৪

মন্ত্রীর হস্তক্ষেপে মুক্ত ‘চপ্পলবাজ’

অবশেষে বিমানে ওঠার অনুমতি পেলেন শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়। খোদ বিমানমন্ত্রী অশোক গজপতি রাজুর কাছ থেকে লিখিত নির্দেশ পাওয়ার পরে আজ ‘চপ্পলবাজ’ গায়কোয়াড়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এয়ার ইন্ডিয়া।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ০৩:৩৮
Share: Save:

অবশেষে বিমানে ওঠার অনুমতি পেলেন শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়। খোদ বিমানমন্ত্রী অশোক গজপতি রাজুর কাছ থেকে লিখিত নির্দেশ পাওয়ার পরে আজ ‘চপ্পলবাজ’ গায়কোয়াড়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এয়ার ইন্ডিয়া। দেখাদেখি এই সাংসদের উপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছে অন্য বেসরকারি বিমানসংস্থাগুলি।

গায়কোয়াড়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য গত কাল থেকেই চাপ বাড়াচ্ছিল শিবসেনা। দলের পক্ষ থেকে সরকারকে চার দিনের মধ্যে রফাসূত্র বার করার জন্য কার্যত হুমকি দেওয়া হয়। না হলে মুম্বই থেকে কোনও বিমান উড়বে না বলে হুমকি দেন শিবসেনার কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত গীতে। পরিস্থিতি সামলাতে প্রথমে সংসদের ভিতরে শিবসেনার দফতরে কেন্দ্রীয় বিমানমন্ত্রী গজপতি রাজু ও পরে রাতে গায়কোয়াড়ের সঙ্গে আলাদা করে বৈঠকে বসেন মন্ত্রকের প্রতিমন্ত্রী জয়ন্ত সিন্‌হা। শিবসেনা সূত্রে জানা গিয়েছে, গায়কোয়াড় বৈঠকে জয়ন্তকে জানান, তিনি গোটা ঘটনার জন্য দুঃখিত। ভবিষ্যতে এমন আর ঘটবে না। বৈঠক শেষে জয়ন্ত সিন্‌হা গায়কোয়াড় আশ্বস্ত করে বলেন— গত কাল রাত থেকেই বিমানের টিকিট কাটতে পারবেন তিনি।

যদিও আজ দুপুর পর্যন্ত পরিস্থিতি বিশেষ বদলায়নি। আজ সকালে গায়কোয়াড় ১০ ও ১৭ এপ্রিলের দু’টি টিকিট কাটার চেষ্টা করলে ফের তা বাতিল করে দেয় এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার ক্রু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, ওই সাংসদ সম্বন্ধে কর্মীদের মনে এখনও আতঙ্ক রয়েছে। গায়কোয়াড়ের নিঃশর্ত ক্ষমার দাবি করে ওই সংগঠন। সব দেখে ক্ষুব্ধ গায়কোয়াড় ফের যোগাযোগ করেন বিমানমন্ত্রীর সঙ্গে। এর পরে মন্ত্রী রাজু এয়ার ইন্ডিয়াকে চিঠি লিখে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুপারিশ করেন। বলেন, গায়কোয়াড় ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। তার পরেই তা তুলে নেওয়া হয়। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান, বিমানমন্ত্রীর কথায় ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে সংস্থা কর্মচারীদের সম্মান রক্ষায় সর্বদা সতর্ক থাকবে।

বিধিনিষেধ থাকায় গত কাল ব্যক্তিগত বিমান ভাড়া করে সংসদের অধিবেশনে যোগ দিতে উড়ে এসেছিলেন গায়কোয়াড়। ফিরতি যাত্রায় অবশ্য আর পাঁচ জনের সঙ্গেই ফিরতে পারবেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE