Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কালিকার মূর্তি চান শিলচরের ভাস্কররা

নিজের শহর শিলচরে কালিকাপ্রসাদ ভট্টাচার্যের আবক্ষ মূর্তি বসবে। রূপকার নামে ভাস্করদের একটি সংস্থা ঘোষণা করেছে, কোনও সংস্থা মূর্তির জন্য জায়গা দিলে তাঁরা তাঁর মূর্তি তৈরি করে দেবেন।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ০২:৫৪
Share: Save:

নিজের শহর শিলচরে কালিকাপ্রসাদ ভট্টাচার্যের আবক্ষ মূর্তি বসবে। রূপকার নামে ভাস্করদের একটি সংস্থা ঘোষণা করেছে, কোনও সংস্থা মূর্তির জন্য জায়গা দিলে তাঁরা তাঁর মূর্তি তৈরি করে দেবেন। সে জন্য শিল্পীদের কোনও অর্থ দিতে হবে না। এমনকী লাগবে না, ফাইবার গ্লাস বা সিমেন্টের মতো মাধ্যমের মূল্যও। তাঁরাই সমস্ত খরচ বহন করবেন। রূপকারের সভাপতি গণেশ নন্দী বলেন, ‘‘প্রান্ত থেকে কেন্দ্রে পৌঁছার এক বিরল সাফল্যের নাম কালিকাপ্রসাদ। তাঁর জীবন দেখে ঘটতে পারে আরও সম্ভাবনার বিকাশ।’’ তাই শিল্পী-গবেষক কালিকাপ্রসাদের মূর্তি বসানোর পরিকল্পনা তাঁদের।

আরও পড়ুন: কালিকাদা আর আমার মধ্যে রয়ে গেল ‘বিসর্জন’

সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ আগামী ১৯ মার্চ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রসাদ স্মরণের আয়োজন করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kalikaprasad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE