Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National

বিজেপিতে গেলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা এস এম কৃষ্ণ

দেশ স্বাধীন হয়েছে ৭০ বছর আগে। আর তিনি কংগ্রেসে ছিলেন ৪৬ বছর ধরে। সেই ৪৬ বছরের দল ছেড়ে বুধবার বিজেপি-তে যোগ দিলেন ৮৪ বছর বয়সী কংগ্রেস নেতা এস এম কৃষ্ণ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ২০:৪৩
Share: Save:

দেশ স্বাধীন হয়েছে ৭০ বছর আগে। আর তিনি কংগ্রেসে ছিলেন ৪৬ বছর ধরে।

সেই ৪৬ বছরের দল ছেড়ে বুধবার বিজেপি-তে যোগ দিলেন ৮৪ বছর বয়সী কংগ্রেস নেতা এস এম কৃষ্ণ। যিনি এক সময় ছিলেন বিদেশমন্ত্রী। ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রীও।

সভাপতি অমিত শাহের উপস্থিতিতে এ দিন বিজেপি-র সদর দফতরে কৃষ্ণের গলায় ঝরে পড়ে তীব্র অভিমানের সুর। প্রয়াত ইন্দিরা গাঁধী ও রাজীব গাঁধীর অত্যন্ত ঘনিষ্ঠ কৃষ্ণ বলেছেন, ‘‘আমি বেশ কিছু দিন ধরেই বুঝতে পারছিলাম, কংগ্রেসে আমার প্রয়োজন ফুরিয়েছে। কংগ্রেসের এখন শুধুই সিচ্যুয়েশন ম্যানেজারের প্রয়োজন। পরীক্ষিত নেতার আর দরকার নেই কংগ্রেসের। আজ আমি যে সিদ্ধান্তটা নিলাম (বিজেপি-তে যোগদান), তা আগামী দিনের পথ চলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের ভূয়সী প্রশংসা করেছেন কৃষ্ণ।

আরও পড়ুন- পৃথিবীর ২৫ হাজার গুণ বড় গ্রহের সন্ধান দিলেন বাঙালি বিজ্ঞানীরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP SM Krishna Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE