Advertisement
১৭ এপ্রিল ২০২৪

দিল্লি পুরভোটেও মোদী ঝড়ের আভাস বুথফেরত সমীক্ষায়

ভোটগ্রহণ শুরু হওয়ার পরে কয়েক ঘণ্টাও হয়নি। হঠাৎই টুইট করে ইভিএম ও রাজ্য নির্বাচন কমিশনের উপরে ক্ষোভ উগরে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। যা দেখে বিজেপি শিবিরের এক নেতার মন্তব্য— কেজরী বুঝতে পারছেন হাত থেকে ম্যাচ বেরিয়ে গিয়েছে।

সপরিবার:  ভোট দেওয়ার পরে আম আদমি পার্টির শীর্ষনেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও তাঁর পরিবার। রবিবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই

সপরিবার: ভোট দেওয়ার পরে আম আদমি পার্টির শীর্ষনেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও তাঁর পরিবার। রবিবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ০৪:২২
Share: Save:

ভোটগ্রহণ শুরু হওয়ার পরে কয়েক ঘণ্টাও হয়নি। হঠাৎই টুইট করে ইভিএম ও রাজ্য নির্বাচন কমিশনের উপরে ক্ষোভ উগরে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। যা দেখে বিজেপি শিবিরের এক নেতার মন্তব্য— কেজরী বুঝতে পারছেন হাত থেকে ম্যাচ বেরিয়ে গিয়েছে।

দিনের শেষে বুথফেরত সমীক্ষার ফলও সেই কথাই বলছে। তবে এ বারও প্রায় অর্ধেক ভোটার বুথে যাওয়ার আগ্রহ দেখাননি। আগামী বুধবার দিল্লি পুরভোটের ফলপ্রকাশ। কিন্তু তার আগে বুথফেরত সমীক্ষা বলছে, ত্রিমুখী এই নির্বাচনে ফেভারিট অবশ্যই বিজেপি। কংগ্রেস বা আম আদমি পার্টির তুলনায় অনেক ভাল ফল করে এক নম্বর স্থান পেতে চলেছে তারা। উত্তরপ্রদেশের পরে দিল্লির পুরভোটেও বিপুল জয় পেতে চলেছে নরেন্দ্র মোদীর দল। এ বার জিতলে তিন বার দিল্লি পুরসভায় ক্ষমতা দখল করবে বিজেপি। আর ঘরের মাটিতেও পর্যুদস্ত হতে হবে আপকে।

আরও পড়ুন:কন্যা সন্তানের জন্ম দেওয়ায় ফোনেই তিন তালাক জাতীয় চ্যাম্পিয়নকে

এ কথা ঠিক, বুথফেরত সমীক্ষা সব সময়ে মেলে না। কিন্তু আজ এবিপি নিউজ-সহ অধিকাংশ সংবাদমাধ্যমের সমীক্ষা অনুযায়ী দিল্লির তিনটি (উত্তর, পূর্ব ও দক্ষিণ) পুরসভার মোট ২৭২টি আসনের মধ্যে ২০০-২২০টি আসন পেতে চলেছে বিজেপি। কংগ্রেস ও আপের আসনসংখ্যা ঘোরাফেরা করবে ২৪ থেকে ৩০-এর মধ্যে। ঘরোয়া কোঁদলে দীর্ণ কংগ্রেস যে ভাল ফল করবে না, তা প্রত্যাশিত ছিল। কিন্তু আপ শিবিরে যে এ ভাবে ধস নামবে, তা ভাবতে পারেননি নেতারা। কারণ হিসাবে ইভিএমে কারচুপিকে ইতিমধ্যেই দায়ী করতে শুরু করেছেন অরবিন্দ কেজরীবাল। তিনি বলেন, ‘‘দিল্লির বহু জায়গা থেকে ইভিএম খারাপ হওয়ার খবর আসছে। রাজ্য নির্বাচন কমিশন কী করছে!’’ কটাক্ষ করে রাজ্য বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি বলেন, ‘‘ইভিএমগুলো বোধ হয় খারাপ ছিল। তাই বিজেপি জিততে চলেছে।’’ পঞ্জাব, গোয়ার পরে দিল্লির রাজৌরি গার্ডেন বিধানসভা উপনির্বাচনে পরাজয়। হারের হ্যাট্রিক করেছে কেজরীর দল। প্রশ্ন উঠেছে, দিল্লিবাসী কি আপ সরকারের কাজে অখুশি? মুখ্যমন্ত্রী বলছেন, ‘‘বুধবার ফল প্রকাশ হলেই সেটা দেখা যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE