Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পাকিস্তানকে সৌজন্য-তির বিদেশমন্ত্রীর

গতকাল অসুস্থ পাক নাগরিকদের চিকিৎসার জন্য ভারতে আসার পক্ষে সওয়াল করেন বিদেশমন্ত্রী। ভারতে চিকিৎসা করাতে আসার জন্য সপ্তাহখানেক আগে সুষমার কাছে আবেদন জানান পাক নাগরিক ফরিজা তনভির।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ০৪:৩০
Share: Save:

পাকিস্তান স্বাভাবিক সৌজন্যেরও ধার ধারছে না বলে প্রতিক্রিয়া বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। কয়েক মাস ধরেই পাক সামরিক আদালতে মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসার কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে চাইছে ভারত। রা কাড়ছে না ইসলামাবাদ। আন্তর্জাতিক ন্যায় আদালতে মামলাও চলছে।

নওয়াজ শরিফের বিদেশনীতি সংক্রান্ত পরামর্শদাতা সরতাজ আজিজকে ‘ব্যক্তিগত’ চিঠি লিখে কুলভূষণের মায়ের জন্য পাকিস্তানি ভিসার আবেদন জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আজ ক্ষুব্ধ বিদেশমন্ত্রীর টুইট, ‘‘ব্যক্তিগত চিঠি লিখেছিলাম সরতাজ আজিজকে কূলভুষণ যাদবের মায়ের পাকিস্তানি ভিসা মঞ্জুর করার জন্য। তার প্রাপ্তি স্বীকার করার সৌজন্যও তিনি দেখাননি।’’

গতকাল অসুস্থ পাক নাগরিকদের চিকিৎসার জন্য ভারতে আসার পক্ষে সওয়াল করেন বিদেশমন্ত্রী। ভারতে চিকিৎসা করাতে আসার জন্য সপ্তাহখানেক আগে সুষমার কাছে আবেদন জানান পাক নাগরিক ফরিজা তনভির। ভারতীয় হাইকমিশন তাঁর ভিসার আবেদন খারিজ করে দেওয়ার পরেই এ দেশের বিদেশমন্ত্রীর সাহায্য চেয়ে টুইট করেন ক্যানসার আক্রান্ত ওই তরুণী। ইতিবাচক সাড়া দিয়ে সুষমা জানান, যে সমস্ত পাক নাগরিক চিকিৎসার জন্য এ দেশে আসতে মেডিক্যাল ভিসা চাইছেন তাঁদের প্রতি ভারতের সহানুভূতি আছে। কিন্তু পাক বিদেশ মন্ত্রকের তরফে এ বিষয়ে প্রস্তাব না এলে ভিসার আবেদন গ্রাহ্য করা সম্ভব নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE