Advertisement
E-Paper

বেটিদের বর্ডার নেই, উদ্বিগ্ন পাক তরুণীদের পাশে দাঁড়ালেন সুষমা

ভারত ও পাকিস্তানের বাতাসে যতই ‘বিষ’ থাক, যতই চড়ে থাক উত্তেজনার পারদ, যতই থমথমে হোক পড়শি দু’টি দেশের সম্পর্ক, তাঁর ‘সুষমা’য় যে কোনও খামতি থাকে না, তা ফের বুঝিয়ে দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। মানুষ বিপদে পড়লেই তিনি ‘ত্রাতা’! কোনও শিশু, কিশোরী বা মহিলা বিপদে পড়লে তিনি ‘মাতা’!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৬ ১৫:৫৮
ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

ভারত ও পাকিস্তানের বাতাসে যতই ‘বিষ’ থাক, যতই চড়ে থাক উত্তেজনার পারদ, যতই থমথমে হোক পড়শি দু’টি দেশের সম্পর্ক, তাঁর ‘সুষমা’য় যে কোনও খামতি থাকে না, তা ফের বুঝিয়ে দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। মানুষ বিপদে পড়লেই তিনি ‘ত্রাতা’! কোনও শিশু, কিশোরী বা মহিলা বিপদে পড়লে তিনি ‘মাতা’!

সেই ‘সুষমা’রই দেখা মিলল এ বার, এ দেশে আটকে পড়া পাকিস্তানের ১৯ জন তরুণীকে তড়িঘড়ি ইসলামাবাদে ফেরত পাঠাতে। বিদেশমন্ত্রী টুইট করে জানিয়ে দিলেন, ‘‘তোমরা মেয়েরা, তোমাদের জন্য কোনও সীমান্ত নেই। তোমাদের জন্য কোনও সীমান্ত থাকে না। তোমরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারো, সেটা আমি দেখছি। তোমরা মা, বাবাকে জানিয়ে দাও, নিশ্চিন্তে থাকো। আমরা ফিরে আসছি।’’ আর দুই প্রতিবেশী দেশের বাতাসে যতই ‘বিষ’ থাক, উৎসবে যোগ দিতে আসা পাক তরুণীরাও জানাতে দ্বিধা করেননি, ভারতে তাঁরা দেবীর মতো খাতির-যত্ন পেয়েছেন। আতিথ্য পেয়েছেন।


বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের টুইট

গত ২৭ সেপ্টেম্বর চন্ডীগড়ে ‘বিশ্ব যুব শান্তি উৎসবে’ অংশ নিতে ইসলামাবাদ থেকে এসেছিলেন পাক তরুণীরা। মঙ্গলবার তাঁদের ঘরে ফেরার কথা ছিল। কিন্তু এর মধ্যেই ঘটে গিয়েছে উরির হামলা। তার পর ‘সার্জিক্যাল স্ট্রাইক’। তার পর দু’দেশেরই বাতাসে ‘বারুদের গন্ধ’। সীমান্তে গোলাবর্ষণ। পাল্টা গুলিবৃষ্টি। ফলে, পাক তরুণীদের ঘরে ফিরে যাওয়ার বিষয়টি হয়ে পড়েছে অনিশ্চিত। ‘বিশ্ব যুব শান্তি উৎসবে’ আসা পাক তরুণীদের নিরাপত্তায় কোনও খামতি রাখেননি কর্তৃপক্ষ। তবু স্বাভাবিক ভাবেই চন্ডীগড়ে আসা পাক তরুণীদের মা, বাবা, অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কী ভাবে মেয়েরা তাড়াতাড়ি ঘরে ফিরে আসতে পারে, সেই চিন্তায়।


পাক তরুণী আলিয়া হারিরের টুইট

গত পয়লা অক্টোবরে তাই পাক পিস ফোরাম ‘আঘাঝে দোস্তি’র আহ্বায়ক (কনভেনর) আলিয়া হারির দেখা করেছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। আরও ১৮ জন পাক তরুণীর সঙ্গে আলিয়া নিজেও চন্ডীগড়ে এসেছিলেন ‘বিশ্ব যুব শান্তি উৎসবে’ যোগ দিতে। তাঁদের সমস্যাটার কথা সবিস্তারে জানিয়েছিলেন সুষমাকে। আর আজ, মঙ্গলবারই টুইট করে বিদেশমন্ত্রী তাঁদের জানিয়ে দিয়েছেন সুখবর। যাতে পাকিস্তানে তরুণীদের স্বজনরাও সেই খবরটা পেয়ে যান তড়িঘড়ি।

মার্কিন মুলুকের ট্রয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আলিয়া তাঁর টুইটে লিখেছেন, ‘‘আমরা দেবীর মতো আতিথ্য, খাতির-যত্ন পেয়েছি ভারতে।’’

এই থমথমে পরিস্থিতিতেও সীমান্ত-রেখা মুছে দিয়ে দু’টি দেশ ‘একাকার’ হয়ে গেল মানবতায়!

আরও পড়ুন- কাশ্মীরে আমরা জড়াব না, পাকিস্তানের প্রস্তাব ফের ওড়াল আমেরিকা

World Youth Peace Festival Sushma Swaraj Pakistan Sushma Swaraj's Heartwarming Response To Pakistani Girls Stuck In India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy