Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National news

পোষ্যদের জন্য চালু হল ট্যাক্সি পরিষেবা

যাতায়াতে পোষ্যদের নিয়ে সমস্যা এড়াতে শুধুমাত্র তাদের জন্যই এ বার ট্যাক্সি পরিষেবা নিয়ে এল এক ট্যুরিস্ট ট্যাক্সি পরিষেবা সংস্থা। মুম্বই থেকে ট্যাক্সি বুক করে দেশের যে কোনও প্রান্তে সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে পোষ্যদের।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ১৬:২২
Share: Save:

যাতায়াতে পোষ্যদের নিয়ে সমস্যা এড়াতে শুধুমাত্র তাদের জন্যই এ বার ট্যাক্সি পরিষেবা নিয়ে এল এক ট্যুরিস্ট ট্যাক্সি পরিষেবা সংস্থা। মুম্বই থেকে ট্যাক্সি বুক করে দেশের যে কোনও প্রান্তে সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে পোষ্যদের।

লক্ষ্মী অগ্রবাল নামে এক মহিলা এই অভিনব পরিষেবা নিয়ে এসেছেন। লক্ষ্মী পর্যটকদের ট্যাক্সি পরিষেবা দিয়ে থাকেন। তিনি পশুপ্রেমীও। লক্ষ্মী লক্ষ্য করেন যে, সঙ্গে পোষ্য থাকলে ট্যুরিস্টদের একস্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে বেশ সমস্যায় পড়তে হয়। কারণ, যাত্রী পরিবহণকারী গাড়িতে পোষ্য নিয়ে যাওয়া যায় না। সে কথা মাথায় রেখেই তিনি এই পরিষেবা শুরু করেছেন। আপাতত এর জন্য দু’টো ট্যাক্সি রেখেছেন লক্ষ্মী। পরে সেই সংখ্যাটা আরও বাড়াবেন।

লক্ষ্মী জানিয়েছে, এই পরিষেবা পেতে গেলে ২৪ ঘণ্টা আগে বুক করতে হবে। প্রতি কিলোমিটারে ২৫ টাকা ভাড়া। মুম্বই থেকে এই পরিষেবা পাওয়া যাবে। তবে শুধুমাত্র মুম্বই শহরের মধ্যে সীমাবদ্ধ না থেকে নভি মুম্বই এবং থানেতেও এই পরিষেবা বাড়ানোর লক্ষ্যে রয়েছেন তিনি।

আরও পড়ুন: পেটে অস্বস্তি? মেনে চলুন তিন দিনের এই সহজ ডিটক্স ডায়েট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Taxi service Pet Mumbai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE