Advertisement
১৮ এপ্রিল ২০২৪
National News

আমরাই তো সংখ্যায় বেশি! মধ্যরাতে রাজভবনে ছোটেন তেজস্বী

উদ্দেশ্য ছিল যেন তেন প্রকারে আটকাতে হবে এই মহাপতন। কিন্তু তেজস্বীর সেই প্রচেষ্টায় লাভ কিছু হল না। আটকানো গেল না নীতীশ কুমারকে। বুধবার রাতেই ২০ মাসের মহাজোট ভেঙে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ। প্রায় নিমেষের মধ্যে সেই শূন্যস্থান দখল করতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বিজেপি।

মধ্যরাতেই রাজ্যপালের সঙ্গে দেখা করেন তেজস্বী। ছবি: পিটিআই।

মধ্যরাতেই রাজ্যপালের সঙ্গে দেখা করেন তেজস্বী। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৭ ০৯:৩৭
Share: Save:

নীতীশকে ঠেকাতে রাজ্যপালের সঙ্গে লালু-পুত্রের সাক্ষাত, বিহারজুড়ে আরজেডি কর্মীদের তাণ্ডব এবং বিজেপির সমর্থনে সরকার গঠনে দলের মধ্যে মিনি বিক্ষোভ— নীতীশের শপথের দিন সকালে কোলাজে এটাই ছিল বিহারের ছবি।

উদ্দেশ্য ছিল যেন তেন প্রকারে আটকাতে হবে এই মহাপতন। কিন্তু তেজস্বীর সেই প্রচেষ্টায় লাভ কিছু হল না। আটকানো গেল না নীতীশ কুমারকে। বুধবার রাতেই ২০ মাসের মহাজোট ভেঙে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ। প্রায় নিমেষের মধ্যে সেই শূন্যস্থান দখল করতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বিজেপি। ঘোষণা করে জেডিইউ-কে নিঃশর্ত সমর্থনের। রাতেই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়ে ফেরার পর ফের রাত বারোটায় রাজভবনে যান নীতীশ। রাজভবনেই স্থির হয়ে যায় দু’দলের ১৩ জন করে মন্ত্রী হবেন।

রাজ্যপালের সঙ্গে নীতীশ কুমার বৈঠক করে বেড়িয়ে আসার পর মধ্যরাতে সেখানে পৌঁছন লালুপুত্র তেজস্বী। সেখানে বিহারের সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সরকার গড়ার প্রথম সুযোগ আরজেডি-র পাওয়া উচিত, বলে দরবার করেন তিনি। পাশাপাশি কেন নীতীশের শপথ অনুষ্ঠান বিকাল ৫টার বদলে তড়িঘড়ি সকাল ১০টায় এগিয়ে নিয়ে আসা হল সে বিষয়েও টুইটারে প্রশ্ন তোলেন তেজস্বী।

আরও পড়ুন: আজ শপথ নেবেন নীতীশ, সঙ্গী সুশীলও

নীতীশের শপথের আগেই অবশ্য আরজেডি সমর্থকদের বিক্ষোভে উত্তাল বিহারের বিভিন্ন এলাকা। সমস্তীপুর থেকে হাজিপুর, বৈশালীর মতো যাদব প্রধান এলাকায় চলছে তাণ্ডব। লাঠিধারী আরজেডি সমর্থকদের তাণ্ডবে বন্ধ হয়ে গিয়েছে উত্তর বিহারের সঙ্গে পটনার সংযোগকারী গাঁধী সেতু। অবরোধ চলছে রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গায়। নীতীশকে অস্বস্তিতে ফেলে বিজেপির সঙ্গে হাত মেলোনোয় প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষণা করেছেন দলের রাজ্যসভার সাংসদ আলি আনোয়ার। ঘনিষ্ঠ মহলে নিজের অস্বস্তির কথা জানিয়েছেন শরদ যাদবও।

বেশ কিছুদিন ধরেই নানা ইস্যুতে মহাজোট সরকারের অন্যতম শরিক লালুপ্রসাদের দল আরজেডি-র সঙ্গে সমস্যা চলছিল নীতীশ কুমারের। দুর্নীতির মামলায় লালু এবং তাঁর ছোট ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বীপ্রসাদ যাদব সিবিআই তদন্তের মুখে পড়ায় সেই টানাপড়েন আরও বেড়েছিল। অবিলম্বে পদত্যাগ করা উচিত তেজস্বীর, বলছিল নীতীশের দল জেডি(ইউ)। তবে তেজস্বীকে বরখাস্ত করার চেনা রাস্তায় না হেঁটে নিজেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে কার্যত চমকে দিয়েছেন নীতীশ কুমার।

গতকাল রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে নীতীশ বলেন, ‘অন্তরাত্মার ডাকে সাড়া দিয়েই এ কাজ করেছি।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE