Advertisement
১৬ এপ্রিল ২০২৪

মার্কিন বিবৃতিতে জম্মু-কাশ্মীর ‘ভারত-শাসিত’! তীব্র প্রতিবাদ কংগ্রেসের

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের ঠিক আগে মার্কিন স্বরাষ্ট্র দফতর পাক জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাউদ্দিনকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছে। কিন্তু সেই বিবৃতিতেই জম্মু-কাশ্মীরকে ‘ভারত-শাসিত’ লেখায় বিতর্ক শুরু হয়েছে।

নরেন্দ্র মোদী।ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী।ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ জুন ২০১৭ ০৩:৩৭
Share: Save:

আমেরিকার মাটিতে নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সে দেশের প্রশাসন জম্মু-কাশ্মীরকে ‘ভারত-শাসিত’ বলল। ভারত তার কোনও প্রতিবাদ করল না? এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকেই এখন কাঠগড়ায় তুলছে কংগ্রেস।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের ঠিক আগে মার্কিন স্বরাষ্ট্র দফতর পাক জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাউদ্দিনকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছে। কিন্তু সেই বিবৃতিতেই জম্মু-কাশ্মীরকে ‘ভারত-শাসিত’ লেখায় বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ আজ বলেন, ‘‘এত আলিঙ্গনের মধ্যে এত বড় ভুলের কোনও প্রতিবাদ করলেন না প্রধানমন্ত্রী! ইউপিএ জমানায় এমনটা হলে তো বিজেপি বড়সড় আন্দোলন শুরু করে দিত।’’ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমও প্রশ্ন তুলেছেন, ‘‘ভারত কী করে এটি মেনে নিল?’’

আরও পড়ুন: ঢিল পড়তেই গর্জন শুরু ড্রাগনের

মোদীর মার্কিন সফরের শেষ লগ্নে বিদেশসচিব জয়শঙ্করকে ওই বিবৃতি নিয়ে প্রশ্ন করা হয়। জয়শঙ্কর বলেন, বিষয়টি তাঁর জানা নেই। কর্তাদের কারও কারও যুক্তি, ‘অধিকৃত’ ও ‘শাসিত’ শব্দ দু’টি এক নয়। বিদেশ মন্ত্রক বলছে, ‘ভারত-শাসিত’ জম্মু-কাশ্মীর আসলে রাষ্ট্রপুঞ্জের সনদের নিরিখে বলা হয়। আমেরিকা সেটিই অনুসরণ করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE