Advertisement
২০ এপ্রিল ২০২৪
Passport

পাসপোর্ট হাতে পেতে দক্ষিণ ভারতে ১৫ দিন, কলকাতায় কয়েক মাস

এমনিতেই কথায় বলে, সরকারি কাজে নাকি আঠারো মাসে বছর হয়! কাজেই পাসপোর্টের মতো গুরুতর বিষয়ে আর একটু দেরি হওয়াটাই তো স্বাভাবিক! কিন্তু কত দিন? এ রাজ্যে পাসপোর্টের জন্য আবেদন থেকে শুরু করে হাতে পেতে কম করে এক মাস সময় লাগে। কারও কারও অভিজ্ঞতা তো আরও খারাপ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ১২:৩৪
Share: Save:
০১ ০৮
সুরাত আরপিও-  ২০১৬-য় এই অফিস থেকে মাত্র ১৫ দিনে পাসপোর্ট ইস্যু করা হয়েছে ৮৪.১৫ শতাংশ ক্ষেত্রে। মাত্র ১০ শতাংশ ক্ষেত্রে ১৫-৩০ দিন সময় লেগেছে। একটি পাসপোর্ট ইস্যু করতে ৩০ দিনের বেশি সময় লেগেছে মাত্র ৫ শতাংশ ক্ষেত্রে।

সুরাত আরপিও- ২০১৬-য় এই অফিস থেকে মাত্র ১৫ দিনে পাসপোর্ট ইস্যু করা হয়েছে ৮৪.১৫ শতাংশ ক্ষেত্রে। মাত্র ১০ শতাংশ ক্ষেত্রে ১৫-৩০ দিন সময় লেগেছে। একটি পাসপোর্ট ইস্যু করতে ৩০ দিনের বেশি সময় লেগেছে মাত্র ৫ শতাংশ ক্ষেত্রে।

০২ ০৮
হায়দরাবাদ আরপিও- কম সময়ে পাসপোর্ট ইস্যুতে গত বছরের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ। মাত্র ১৫ দিনের মধ্যে ৮০.১৫ শতাংশ পাসপোর্ট ইস্যু করেছে এই অফিস। মাত্র ১০ শতাংশ ক্ষেত্রে পাসপোর্ট হাতে পেতে সময় লেগেছে এক মাসের বেশি।

হায়দরাবাদ আরপিও- কম সময়ে পাসপোর্ট ইস্যুতে গত বছরের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ। মাত্র ১৫ দিনের মধ্যে ৮০.১৫ শতাংশ পাসপোর্ট ইস্যু করেছে এই অফিস। মাত্র ১০ শতাংশ ক্ষেত্রে পাসপোর্ট হাতে পেতে সময় লেগেছে এক মাসের বেশি।

০৩ ০৮
বিশাখাপত্তনম আরপিও- কম সময়ে পাসপোর্ট ইস্যু করার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিশাখাপত্তনম। এই অফিস থেকে ৮০.১২ শতাংশ ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে পাসপোর্ট ইস্যু করা হয়েছে বলে বিদেশ মন্ত্রকের দাবি।

বিশাখাপত্তনম আরপিও- কম সময়ে পাসপোর্ট ইস্যু করার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিশাখাপত্তনম। এই অফিস থেকে ৮০.১২ শতাংশ ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে পাসপোর্ট ইস্যু করা হয়েছে বলে বিদেশ মন্ত্রকের দাবি।

০৪ ০৮
তিরুঅনন্তপুরম আরপিও- চার নম্বরে রয়েছে তিরুঅনন্তপুরম আরপিও। এই অফিস থেকে ৬৭ শতাংশ ক্ষেত্রে পাসপোর্ট ইস্যু হয়েছে মাত্র ১৫ দিনেই। এক মাসের বেশি সময় লেগেছে এমন ঘটনা নামমাত্রই। মাত্র ৪ শতাংশ।

তিরুঅনন্তপুরম আরপিও- চার নম্বরে রয়েছে তিরুঅনন্তপুরম আরপিও। এই অফিস থেকে ৬৭ শতাংশ ক্ষেত্রে পাসপোর্ট ইস্যু হয়েছে মাত্র ১৫ দিনেই। এক মাসের বেশি সময় লেগেছে এমন ঘটনা নামমাত্রই। মাত্র ৪ শতাংশ।

০৫ ০৮
গোয়া আরিপও- ২০১৫-য় কম সময়ে পাসপোর্ট ইস্যু করার তালিকায় প্রথমেই ছিল গোয়ার নাম। পরের বছর সেই পারফরম্যান্স নেমে দাঁড়ায় পাঁচ নম্বরে। এখান থেকে ৫৮ শতাংশ ক্ষেত্রে পাসপোর্ট ইস্যু হয়েছে মাত্র ১৫ দিনে। ১৫ থেকে ৩০ দিনের মধ্যে পাসপোর্ট ইস্যু হয়েছে ৩৪ শতাংশ ক্ষেত্রে।

গোয়া আরিপও- ২০১৫-য় কম সময়ে পাসপোর্ট ইস্যু করার তালিকায় প্রথমেই ছিল গোয়ার নাম। পরের বছর সেই পারফরম্যান্স নেমে দাঁড়ায় পাঁচ নম্বরে। এখান থেকে ৫৮ শতাংশ ক্ষেত্রে পাসপোর্ট ইস্যু হয়েছে মাত্র ১৫ দিনে। ১৫ থেকে ৩০ দিনের মধ্যে পাসপোর্ট ইস্যু হয়েছে ৩৪ শতাংশ ক্ষেত্রে।

০৬ ০৮
কলকাতা আরপিও- কম সময়ে পাসপোর্ট ইস্যুর তালিকায় ১৩ নম্বরে রয়েছে কলকাতা। মাত্র ২৯ শতাংশ ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে এই অফিস থেকে পাসপোর্ট ইস্যু করা হয়েছে। মাত্র ২২ শতাংশ ক্ষেত্রে ১৫ থেকে ৩০ দিনের মধ্যেই পাসপোর্ট পাওয়া গিয়েছে। ৪৭ শতাংশ ক্ষেত্রে এক মাসের বেশি সময় লেগেছে।

কলকাতা আরপিও- কম সময়ে পাসপোর্ট ইস্যুর তালিকায় ১৩ নম্বরে রয়েছে কলকাতা। মাত্র ২৯ শতাংশ ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে এই অফিস থেকে পাসপোর্ট ইস্যু করা হয়েছে। মাত্র ২২ শতাংশ ক্ষেত্রে ১৫ থেকে ৩০ দিনের মধ্যেই পাসপোর্ট পাওয়া গিয়েছে। ৪৭ শতাংশ ক্ষেত্রে এক মাসের বেশি সময় লেগেছে।

০৭ ০৮
শ্রীনগর আরপিও- এই আঞ্চলিক অফিস থেকে ১৫ দিনে পাসপোর্ট বেরনো তো হাতে চাঁদ পাওয়ার মতো! বেশির ভাগ ক্ষেত্রে নিরাপত্তাজনিত এবং তথ্য যাচাই সংক্রান্ত কারণেই এখানে প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে পাসপোর্ট ইস্যু হতে এক মাসের বেশি সময় লাগে।

শ্রীনগর আরপিও- এই আঞ্চলিক অফিস থেকে ১৫ দিনে পাসপোর্ট বেরনো তো হাতে চাঁদ পাওয়ার মতো! বেশির ভাগ ক্ষেত্রে নিরাপত্তাজনিত এবং তথ্য যাচাই সংক্রান্ত কারণেই এখানে প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে পাসপোর্ট ইস্যু হতে এক মাসের বেশি সময় লাগে।

০৮ ০৮
জম্মু আরপিও - এখানে তো আরও বেশি কড়াকড়ি! ৯৬ শতাংশ ক্ষেত্রে পাসপোর্ট ইস্যু করতে এক মাসেরওই বেশি সময় লাগে। মাত্র ১ শতাংশের মতো বিশেষ ক্ষেত্রে পাসপোর্ট ইস্যু করা হয়েছে ১৫ দিনের মধ্যে।

জম্মু আরপিও - এখানে তো আরও বেশি কড়াকড়ি! ৯৬ শতাংশ ক্ষেত্রে পাসপোর্ট ইস্যু করতে এক মাসেরওই বেশি সময় লাগে। মাত্র ১ শতাংশের মতো বিশেষ ক্ষেত্রে পাসপোর্ট ইস্যু করা হয়েছে ১৫ দিনের মধ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE