Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মহকুমা অফিস নেই মাইবাংয়ে

১৯৮৭ সালে মাইবাংকে মহকুমা হিসেবে ঘোষণা করা হলেও, তিন দশক ধরে অস্থায়ী ভবনে বসছেন মহকুমাশাসক।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকার এবং জনপ্রতিনিধিদের উদাসীনতাই তার কারণ।

বিপ্লব দেব
হাফলং শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ০৩:১১
Share: Save:

১৯৮৭ সালে মাইবাংকে মহকুমা হিসেবে ঘোষণা করা হলেও, তিন দশক ধরে অস্থায়ী ভবনে বসছেন মহকুমাশাসক।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকার এবং জনপ্রতিনিধিদের উদাসীনতাই তার কারণ। কালাচাঁদের মানোগিপুর গ্রামে প্রচুর টাকা খরচ করে প্রশাসনিক ভবন তৈরি করা হলেও তা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আগাছায় ভরেছে চারপাশ।

১৯৮৬-৮৭ সালে অসম গণ পরিষদ সরকারের আমলে মাইবাংকে মহকুমা হিসেবে ঘোষণা করা হয়। প্রথম দিকে মাইবাং পূর্ত বিভাগের পরিদর্শন ভবনে মহকুমাশাসকের দফতরের কাজ শুরু হয়। তারপর তা ব্লক তথ্যকেন্দ্রে স্থানান্তরিত করা হয়। এখন আবগারী বিভাগের জমিতে পূর্ত বিভাগের ভবনে মহকুমাশাসকের অফিসের কাজ চলছে। ১৯৯৩ সালে কালাচাঁদের মানোগিপুর গ্রামে ৭০ বিঘা জমির উপর মহকুমাশাসকের অফিসের নির্মাণকাজ শুরু হয়। ওই ভবনের শেষ হলেও এখনও পর্যন্ত মাইবাং মহকুমাশাসকের দফতর সেখানে স্থানান্তরিত করা হয়নি।

প্রশাসনিক কর্তারা এ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি। এক সময় পাহাড়ে জঙ্গি সমস্যার জেরে নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানে যেতে চাননি মহকুমাশাসক দফতরের কর্মীদের একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maibang Sub-division office
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE