Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

না ‘সাতপাক’, না ‘কবুল’ অন্য ভাবে বিয়ে করলেন ভিন্ন ধর্মের যুগল

না আছে কোনও ছাদনাতলা, না আছে সাত পাকের বন্ধন। এমনকী কাজির সামনে বসে ‘তিন কবুল’ বলাও নেই। এই বন্ধন শুধুই মনের। আর বন্ধন দু’টো মানুষের, দু’টো পরিবারের।

বিয়ের পার্টিতে জুনেইদ-গরিমা। ছবি: ফেসবুকের সৌজন্যে।

বিয়ের পার্টিতে জুনেইদ-গরিমা। ছবি: ফেসবুকের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ মে ২০১৭ ১০:৪৯
Share: Save:

না আছে কোনও ছাদনাতলা, না আছে সাত পাকের বন্ধন। এমনকী কাজির সামনে বসে ‘তিন কবুল’ বলাও নেই। এই বন্ধন শুধুই মনের। আর বন্ধন দু’টো মানুষের, দু’টো পরিবারের।

ঠিক এমনটাই চেয়েছিলেন জুনেইদ শেখ আর গরিমা যোশী।

যেখানে আজও ভিন ধর্মে ভালবাসার ‘অপরাধে’ একঘরে হয়ে যায় দু’টো পরিবার, কখনও কেড়ে নেওয়া হয় তাঁদের বাঁচার অধিকারও। সেই সমাজে দাঁড়িয়ে একটু হলেও বিকল্প পথ দেখাল জুনেইদ-গরিমার ভালবাসা।

দীর্ঘদিন ধরেই একে অপরকে চিনতেন তাঁরা। জুনেইদ মুসলিম ধর্মাবলম্বী, আর গরিমা হিন্দু। কিন্তু ধর্মের জন্য পরিবারের তরফে কখনও কোনও বাধা আসেনি। খুব সহজেই তাঁদের গ্রহণ করেছিল দুই পরিবার। ফলে বিয়ের দিনটিতেও ধর্মকে দূরেই সরিয়ে রাখতে চেয়েছিলেন যুগল।

আরও পড়ুন: ব্যবসায়ীকে প্রতারণা, গ্রেফতার টলিউডের অভিনেত্রী, নজরে এক রাজনৈতিক নেতাও

দেখুন সেই ভিডিও

তাই কোনও ধর্মীয় অনুষ্ঠান নয়, দুই পরিবারের উপস্থিতিতে, দুই সংস্কৃতির মিশেলে ঘরোয়া অনুষ্ঠানে দুই হাত এক হয় জুনেইদ-গরিমার। তাঁদের বিয়ের ট্যাগ লাইন ছিল #ShaikhltWithJosh।

পার্টিতে ছিল স্পেশাল নাচ, গান, খাবার-দাবারের আয়োজন। পাশাপাশি দুর্দান্ত একটি ফোটোগ্রাফি সেশনেরও আয়োজন করেছিলেন জুনেইদ-গরিমা। ফেসবুকে আপলোড করেছেন তাঁদের ওয়েডিং ভিডিওটিও। ইতিমধ্যেই ৩৭ হাজার ছাড়িয়েছে সেই পোস্টটির ভিউয়ার সংখ্যা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE