Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

ট্র্যাফিক পুলিশের ফেসবুক পেজেই ঘুষ নেওয়ার ভিডিও পোস্ট, শাস্তি পুলিশকর্মীর

ভিড় রাস্তা। তারই মধ্যে হেলমেটহীন এক ব্যক্তিকে দাঁড় করাতে দেখা গেল কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকে। মিনিট খানেক কথাবার্তার পর ওই ব্যক্তি মানিব্যাগ থেকে টাকা বের করে গুঁজে দিলেন ট্র্যাফিক পুলিশের হাতে। সে টাকা তত্ক্ষণাত্ পকেটস্থ করলেন তিনি।

এই সেই ট্র্যাফিক পুলিশ। ছবি: সংগৃহীত।

এই সেই ট্র্যাফিক পুলিশ। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ১৩:৫৭
Share: Save:

ভিড় রাস্তা। তারই মধ্যে হেলমেটহীন এক ব্যক্তিকে দাঁড় করাতে দেখা গেল কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকে। মিনিট খানেক কথাবার্তার পর ওই ব্যক্তি মানিব্যাগ থেকে টাকা বের করে গুঁজে দিলেন ট্র্যাফিক পুলিশের হাতে। সে টাকা তত্ক্ষণাত্ পকেটস্থ করলেন তিনি।

হায়দরাবাদের হিমায়ত নগরে এ রকমই একটি দৃশ্য ক্যামেরাবন্দি করেন শ্রীধর ভেমুলা নামে এক ব্যক্তি। গত ১৭ মার্চের ঘটনা।
সেই ভিডিও হায়দরাবাদ ট্র্যাফিক পুলিশের ফেসবুক পেজে ট্যাগ করেন শ্রীধর। পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও ভিডিওটি শেয়ার করেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রায় ৫ লক্ষ বার দেখা হয়েছে ভিডিওটি। শেয়ার হয়েছে ১০ হাজারেরও বেশি বার। হায়দরাবাদ পুলিশের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যেই সেখানে পুলিশের তরফ থেকে লেখা হয়, “ব্যবস্থা নেওয়া হবে।”
২০ মার্চ ওই ফেসবুক পেজেই পুলিশ জানায়, ওই ট্র্যাফিক পুলিশকে শৃঙ্খলাভঙ্গের অপরাধে সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ২৭১ জন ভারতীয়কে দেশে ফেরাতে চায় আমেরিকা, জানালেন সুষমা

শ্রীধরের এই ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। বেশির ভাগ লোকই ওই দুর্নীতিগ্রস্ত পুলিশকে সাসপেন্ড ও বরখাস্ত করার পক্ষে সওয়াল করেছেন। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, শুধু ওই পুলিশকর্মীকে কেন শাস্তি দেওয়া হবে! যে ব্যক্তি ঘুষ দিয়ে রেহাই পাচ্ছেন, তিনিও তো সমান ভাবে দোষী। তা হলে তাঁর কেন শাস্তি হবে না।
এই ভিডিওর প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিকই। কিন্তু দেশের আরও যে সব দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার রয়েছেন, তাঁদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া গেলে আরও ভাল হত বলে ফেসবুকে অনেকেই মত দিয়েছেন।⁠⁠⁠⁠

ভিডিওটি দেখুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sridhar Vemula Hyderabad Traffic Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE